ভারতে করোনায় মৃত্যু তিন লাখ ছাড়াল
- আপডেট টাইম : ০৫:৫২:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ মে ২০২১
- / ৫০১ ৫০০০.০ বার পাঠক
ভারতের রিপোর্ট।।
সারাবিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছে তিন লাখ তিন হাজার ৭৫১ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৩৭ লাখ ২৮ হাজার ১১ জন এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ২৭ লাখ ২০ হাজার ৬৮৫ জন।
দেশটিতে করোনায় মারা যাওয়ার হার এক শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং মারা গেছে চার হাজার ৪৫৫ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ৯৬২ জন এবং মারা গেছে ৩৪ লাখ ৭৮ হাজার ৩৫৫ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ১৪৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৫৫ লাখ পাঁচ হাজার ৪৬৩ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৬ হাজার ৯৬১ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।