ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান ফুলবাড়ীতে ভুট্টা বোঝাই ট্রলির চালক নিজ গাড়িতে চাপা পড়ে নিহত বিবাহিত অছাত্র কিশোরগ্যাং এর লিডার রুবেল হোসেন জয়কে দিয়ে এবার ছাত্রলীগের নতুন কমিটি করা হলো কুষ্টিয়ায় পদ্মায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ময়মনসিংহ সদর-উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক বিজয় করার লক্ষ্যে বিশাল নির্বাচনী আলোচনা জনসভা সাত সকালেই কাঁথির দইসাই বাসস্ট্যান্ডের সামনে ,ভয়াবহ দুর্ঘটনা অন্ধত্ব প্রতিরোধে শেখ ফরিদুল ইসলাম এর সহযোগীতায় রামপালে বিনামূল্যে চোখের চিকিৎসা

মারামারির তথ্য সংগ্রহ করায় বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি 

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি।।

মারামারির তথ্য সংগ্রহ করায় নওগাঁর বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। তার নাম রব্বানী। সে বালুভরা ইউ’পির নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে। এই ঘটনায় হুমকির শিকার সেরাদেশ অনলাইন পোর্টালের বদলগাছী উপজেলা প্রতিনিধি মো. রানা হামিদ বৃহস্পতিবার(২০ মে) রাতে বদলগাছী থানায় একটি জিডি করেন।

জিডি এবং সাংবাদিক রানা হামিদ সূত্রে জানা যায়, সোর্স মারফত সাংবাদিক রানা হামিদের কাছে খবর আসে ঈদের দিন সকাল ১০ টার দিকে নিহনপুর গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। রাস্তার মাঝে মোবাইল ফোনে সেলফি তোলাকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকি দাতা রব্বানীসহ আরো ১০ থেকে ১৫ জন ঢেকড়া গ্রামের মৃত বজর উদ্দিনের ছেলে মো. হাকিমকে এলোপাথারি মেরে মারাত্মকভাবে জখম করে। রানা হামিদ নিহনপুর গ্রামে গিয়ে এসব তথ্য সংগ্রহ করেন। কিন্তু রাব্বানীর সাথে তার কোনো কথা হয়নি।

এমতাবস্থায় বুধবার (১৯ মে) সন্ধ্যা সাত’টার দিকে আশা নামের একটি মেয়ে ফোন করে বলেন,  আমরা দুই পক্ষ মীমাংসা করে নেব। আপনি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না।

রাত আট’টার দিকে একটি গ্রামীণ ফোন নম্বার থেকে ফোন দিয়ে সাংবাদিক রানা হামিদের প্রাণনাশের হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ফোন নম্বার থেকে নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে রব্বানী এই হুমকি প্রদান করে।

ফোনে রব্বানী বলেন, বদলগাছী সদরে আমার অনেক বন্ধু-বান্ধব আছে। বলা মাত্রই তোর লাশ ফেলে দেবে। তোর পায়ের রগ কেটে ফেলবো।  আমার অনেক নেশাখোর বন্ধু আছে। ১০০ টাকা খরচ করলে তোর লাশ পরে যাবে।  আমি কি কোন ধর্ষণ করেছি নাকি মার্ডার করেছি, যে তুই আমার নিউজ করবি।

সাংবাদিক রানা হামিদ বলেন, ১৯ মে রাত আট’টার দিকে রব্বানী আমাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়। আমি থানায় একটি জিডি করেছি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার

মারামারির তথ্য সংগ্রহ করায় বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি 

আপডেট টাইম : ০৭:০৭:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ২১ মে ২০২১

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি।।

মারামারির তথ্য সংগ্রহ করায় নওগাঁর বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। তার নাম রব্বানী। সে বালুভরা ইউ’পির নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে। এই ঘটনায় হুমকির শিকার সেরাদেশ অনলাইন পোর্টালের বদলগাছী উপজেলা প্রতিনিধি মো. রানা হামিদ বৃহস্পতিবার(২০ মে) রাতে বদলগাছী থানায় একটি জিডি করেন।

জিডি এবং সাংবাদিক রানা হামিদ সূত্রে জানা যায়, সোর্স মারফত সাংবাদিক রানা হামিদের কাছে খবর আসে ঈদের দিন সকাল ১০ টার দিকে নিহনপুর গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। রাস্তার মাঝে মোবাইল ফোনে সেলফি তোলাকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকি দাতা রব্বানীসহ আরো ১০ থেকে ১৫ জন ঢেকড়া গ্রামের মৃত বজর উদ্দিনের ছেলে মো. হাকিমকে এলোপাথারি মেরে মারাত্মকভাবে জখম করে। রানা হামিদ নিহনপুর গ্রামে গিয়ে এসব তথ্য সংগ্রহ করেন। কিন্তু রাব্বানীর সাথে তার কোনো কথা হয়নি।

এমতাবস্থায় বুধবার (১৯ মে) সন্ধ্যা সাত’টার দিকে আশা নামের একটি মেয়ে ফোন করে বলেন,  আমরা দুই পক্ষ মীমাংসা করে নেব। আপনি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না।

রাত আট’টার দিকে একটি গ্রামীণ ফোন নম্বার থেকে ফোন দিয়ে সাংবাদিক রানা হামিদের প্রাণনাশের হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ফোন নম্বার থেকে নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে রব্বানী এই হুমকি প্রদান করে।

ফোনে রব্বানী বলেন, বদলগাছী সদরে আমার অনেক বন্ধু-বান্ধব আছে। বলা মাত্রই তোর লাশ ফেলে দেবে। তোর পায়ের রগ কেটে ফেলবো।  আমার অনেক নেশাখোর বন্ধু আছে। ১০০ টাকা খরচ করলে তোর লাশ পরে যাবে।  আমি কি কোন ধর্ষণ করেছি নাকি মার্ডার করেছি, যে তুই আমার নিউজ করবি।

সাংবাদিক রানা হামিদ বলেন, ১৯ মে রাত আট’টার দিকে রব্বানী আমাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়। আমি থানায় একটি জিডি করেছি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।