ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ঘুসের টাকা নিতে বিকাশ নাম্বার দিয়ে যান পিডিবির প্রকৌশলী ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে বৈঠক গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির বিমসটেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মৃত সন্তান প্রসবে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ায় শীর্ষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন জেলা ও ইউনিয়ন নগরজুড়ে ছোট নেতার বড় পোস্টার ডা. বোরহানে অবৈধ সিন্ডিকেটে দুর্ভোগের শিকার রোগীরা বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩ থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

মারামারির তথ্য সংগ্রহ করায় বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ৩৩৬ ৫০০০.০ বার পাঠক

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি।।

মারামারির তথ্য সংগ্রহ করায় নওগাঁর বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। তার নাম রব্বানী। সে বালুভরা ইউ’পির নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে। এই ঘটনায় হুমকির শিকার সেরাদেশ অনলাইন পোর্টালের বদলগাছী উপজেলা প্রতিনিধি মো. রানা হামিদ বৃহস্পতিবার(২০ মে) রাতে বদলগাছী থানায় একটি জিডি করেন।

জিডি এবং সাংবাদিক রানা হামিদ সূত্রে জানা যায়, সোর্স মারফত সাংবাদিক রানা হামিদের কাছে খবর আসে ঈদের দিন সকাল ১০ টার দিকে নিহনপুর গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। রাস্তার মাঝে মোবাইল ফোনে সেলফি তোলাকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকি দাতা রব্বানীসহ আরো ১০ থেকে ১৫ জন ঢেকড়া গ্রামের মৃত বজর উদ্দিনের ছেলে মো. হাকিমকে এলোপাথারি মেরে মারাত্মকভাবে জখম করে। রানা হামিদ নিহনপুর গ্রামে গিয়ে এসব তথ্য সংগ্রহ করেন। কিন্তু রাব্বানীর সাথে তার কোনো কথা হয়নি।

এমতাবস্থায় বুধবার (১৯ মে) সন্ধ্যা সাত’টার দিকে আশা নামের একটি মেয়ে ফোন করে বলেন,  আমরা দুই পক্ষ মীমাংসা করে নেব। আপনি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না।

রাত আট’টার দিকে একটি গ্রামীণ ফোন নম্বার থেকে ফোন দিয়ে সাংবাদিক রানা হামিদের প্রাণনাশের হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ফোন নম্বার থেকে নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে রব্বানী এই হুমকি প্রদান করে।

ফোনে রব্বানী বলেন, বদলগাছী সদরে আমার অনেক বন্ধু-বান্ধব আছে। বলা মাত্রই তোর লাশ ফেলে দেবে। তোর পায়ের রগ কেটে ফেলবো।  আমার অনেক নেশাখোর বন্ধু আছে। ১০০ টাকা খরচ করলে তোর লাশ পরে যাবে।  আমি কি কোন ধর্ষণ করেছি নাকি মার্ডার করেছি, যে তুই আমার নিউজ করবি।

সাংবাদিক রানা হামিদ বলেন, ১৯ মে রাত আট’টার দিকে রব্বানী আমাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়। আমি থানায় একটি জিডি করেছি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মারামারির তথ্য সংগ্রহ করায় বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি 

আপডেট টাইম : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি।।

মারামারির তথ্য সংগ্রহ করায় নওগাঁর বদলগাছীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। তার নাম রব্বানী। সে বালুভরা ইউ’পির নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে। এই ঘটনায় হুমকির শিকার সেরাদেশ অনলাইন পোর্টালের বদলগাছী উপজেলা প্রতিনিধি মো. রানা হামিদ বৃহস্পতিবার(২০ মে) রাতে বদলগাছী থানায় একটি জিডি করেন।

জিডি এবং সাংবাদিক রানা হামিদ সূত্রে জানা যায়, সোর্স মারফত সাংবাদিক রানা হামিদের কাছে খবর আসে ঈদের দিন সকাল ১০ টার দিকে নিহনপুর গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। রাস্তার মাঝে মোবাইল ফোনে সেলফি তোলাকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকি দাতা রব্বানীসহ আরো ১০ থেকে ১৫ জন ঢেকড়া গ্রামের মৃত বজর উদ্দিনের ছেলে মো. হাকিমকে এলোপাথারি মেরে মারাত্মকভাবে জখম করে। রানা হামিদ নিহনপুর গ্রামে গিয়ে এসব তথ্য সংগ্রহ করেন। কিন্তু রাব্বানীর সাথে তার কোনো কথা হয়নি।

এমতাবস্থায় বুধবার (১৯ মে) সন্ধ্যা সাত’টার দিকে আশা নামের একটি মেয়ে ফোন করে বলেন,  আমরা দুই পক্ষ মীমাংসা করে নেব। আপনি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন না।

রাত আট’টার দিকে একটি গ্রামীণ ফোন নম্বার থেকে ফোন দিয়ে সাংবাদিক রানা হামিদের প্রাণনাশের হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই ফোন নম্বার থেকে নিহনপুর গ্রামের ডি.এম. রাজ্জাকের ছেলে রব্বানী এই হুমকি প্রদান করে।

ফোনে রব্বানী বলেন, বদলগাছী সদরে আমার অনেক বন্ধু-বান্ধব আছে। বলা মাত্রই তোর লাশ ফেলে দেবে। তোর পায়ের রগ কেটে ফেলবো।  আমার অনেক নেশাখোর বন্ধু আছে। ১০০ টাকা খরচ করলে তোর লাশ পরে যাবে।  আমি কি কোন ধর্ষণ করেছি নাকি মার্ডার করেছি, যে তুই আমার নিউজ করবি।

সাংবাদিক রানা হামিদ বলেন, ১৯ মে রাত আট’টার দিকে রব্বানী আমাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়। আমি থানায় একটি জিডি করেছি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।