রাজধানী খিলগাঁও থানাধীন গোড়ান ওয়াসা রোড হাওয়াই গলিতে একটি গাছ হেলে পড়ায় জনসাধারণ চলাচলে অসুবিধা ও ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিভাগীয় বন কর্মকর্তা ও সামাজিক বন বিভাগের অফিস বরাবর লিখিত একাধিক অভিযোগ জানিয়েছেন ওই এলাকাবাসীর পক্ষে মোঃ সাইফুল ইসলাম সরোয়ার।
এলাকাবাসী জানান, গত কয়েক দিন এই সড়কে একটি গাছ পড়ে থাকায় চলাচল ও প্রয়োজনীয় মালামাল বহনকারী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা বন ও সামাজিক বন বিভাগের অফিস বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতেও কোন প্রতিকার না পাওয়ায় তারা হতাশ।
যদি তারা স্ব-উদ্যোগে এই গাছটি কর্তন করে সড়ক অবমুক্ত করেন, তখন বন কর্মকর্তারা এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। কিন্তু বারবার লিখিত অভিযোগের মাধ্যমে জানালেও কোন সাড়া পাচ্ছেন না। দেশের রাজধানী এলাকায় কর্মরত বন কর্মকর্তাদের দায়িত্ব পালনে এমন অবহেলা থাকলে অন্যান্য এলাকায় কতটুকু গুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন বন কর্মকর্তারা, এমন প্রশ্ন উঠেছে ওই এলাকায় বসবাসকারী মানুষের মুখে।
ওই এলাকায় বসবাসকারীরা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই সড়কে পড়ে থাকা গাছটি সরিয়ে নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে সুবিধা করে দেওয়ার জন্য অনুরোধ করেন।
প্রিন্ট
নিজস্ব সংবাদদাতা 



















