ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
রায়ের রিভিউতে আদালত খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে তনির স্বামী মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’, জানা যায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২দিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন লক্ষ লক্ষ মানুষকে বরণ করতে প্রস্তুত ঐতিহাসিক ‘বালাই হাওর’ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ(রহ.)’র ঈসালে সাওয়াব মাহফিল বুধবার ঢাকা রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার থেকে এক চাঁদাবাজ গ্রেফতার করেছেন পুলিশ দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশন যাদের কেয়ামত হওয়া নিয়ে অবিশ্বাস আছে তাদের জন্য এই দৃশ্য এক প্রকার নিদর্শন জলসুখা গ্রামে দুইশত বছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা শেষ হল মোংলায় বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজের আয়োজনে তারুণ্য উৎসব পালিত

“”” কবিতা””

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৫৫:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ৫ মে ২০২১
  • / ২৯৭ ৫০০০.০ বার পাঠক

 

“”হ্যাপি””

 

মোঃ নাসির উদ্দিন।।

 

হ্যাপি এই হ্যাপি?

আমি তোমাকে অনেক ভালোবাসি।

প্লীজ হ্যাপি দাওনা মোরে একটু হাসি।

মুক্তা আনি দিব তব রাশি রাশি।।

হ্যাপি এই হ্যাপি?

এ ধরায় বড়-ই নিঃস্ব ছিলাম।

আল্লাহ রহমতে তোমায় পেলাম।

বলেছি হ্যাপি তোমায় রাখবো হৃদয়ে গাথি।

যদি হ্যাপি তুমি হও মোর সাথী?

হ্যাপিএই হ্যাপি?

এত সুন্দর আছে কি এ ধরায় কেউ?

যাকে দেখলে হৃদয় উঠে ভালবাসার ঢেউ।

হ্যাপি এই হ্যাপি?

তুমি সত্যিই অনেক সুন্দর।

দেখিলাম কত শহর কত বন্দর।।

সর্ব হয় মনে তব চরণের ঝুলি।

তবে কি করে হ্যাপি তোমায় আমি বলি?

হ্যাপিএই হ্যাপি?

তব হলে হ্যাপি মোর জীবনের প্রাণ।

হারালে তব করব কি দিয়ে জান?

হ্যাপি এই হ্যাপি?

সদা সকাল-দুপুর-রাত।

চুমোয় চুমোয় ভরিয়ে তুলবো তব নয়নের পাত।।

প্লিজ হ্যাপি দাওনা মোর সাত।

হ্যাপি এই হ্যাপি?

আমার ভালোবাসা সব।

দিব তোমাকে জানে শুধু রব।।

তব বক্ষে হ্যাপি সদা রাখিবো মাথা।

হ্যাপি হাসি দিয়ে সদা কব কথা।।

হ্যাপি কভু যদি আসে তব মরণ।

দুহাতে রাখবো ধরে তব চরণ।

হ্যাপি এই হ্যাপি?

প্লিজ দাওনা মোরে সাজা।

মোরে বিয়ে করে করোনা তুমি রাজা।

প্লিজ হ্যাপি মোর সনে কাটাবে কি নিশি?

মোর গগনে তুমি-ই সুখ শশী!!!

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

“”” কবিতা””

আপডেট টাইম : ১০:৫৫:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ৫ মে ২০২১

 

“”হ্যাপি””

 

মোঃ নাসির উদ্দিন।।

 

হ্যাপি এই হ্যাপি?

আমি তোমাকে অনেক ভালোবাসি।

প্লীজ হ্যাপি দাওনা মোরে একটু হাসি।

মুক্তা আনি দিব তব রাশি রাশি।।

হ্যাপি এই হ্যাপি?

এ ধরায় বড়-ই নিঃস্ব ছিলাম।

আল্লাহ রহমতে তোমায় পেলাম।

বলেছি হ্যাপি তোমায় রাখবো হৃদয়ে গাথি।

যদি হ্যাপি তুমি হও মোর সাথী?

হ্যাপিএই হ্যাপি?

এত সুন্দর আছে কি এ ধরায় কেউ?

যাকে দেখলে হৃদয় উঠে ভালবাসার ঢেউ।

হ্যাপি এই হ্যাপি?

তুমি সত্যিই অনেক সুন্দর।

দেখিলাম কত শহর কত বন্দর।।

সর্ব হয় মনে তব চরণের ঝুলি।

তবে কি করে হ্যাপি তোমায় আমি বলি?

হ্যাপিএই হ্যাপি?

তব হলে হ্যাপি মোর জীবনের প্রাণ।

হারালে তব করব কি দিয়ে জান?

হ্যাপি এই হ্যাপি?

সদা সকাল-দুপুর-রাত।

চুমোয় চুমোয় ভরিয়ে তুলবো তব নয়নের পাত।।

প্লিজ হ্যাপি দাওনা মোর সাত।

হ্যাপি এই হ্যাপি?

আমার ভালোবাসা সব।

দিব তোমাকে জানে শুধু রব।।

তব বক্ষে হ্যাপি সদা রাখিবো মাথা।

হ্যাপি হাসি দিয়ে সদা কব কথা।।

হ্যাপি কভু যদি আসে তব মরণ।

দুহাতে রাখবো ধরে তব চরণ।

হ্যাপি এই হ্যাপি?

প্লিজ দাওনা মোরে সাজা।

মোরে বিয়ে করে করোনা তুমি রাজা।

প্লিজ হ্যাপি মোর সনে কাটাবে কি নিশি?

মোর গগনে তুমি-ই সুখ শশী!!!