ডারবান চলচ্চিত্র উৎসবে ‘রিকশা গার্ল

- আপডেট টাইম : ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র ‘রিকশা গার্ল’।
২২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আয়োজিত এ উৎসবে ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে বলে জানান নির্মাতা।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার।
নাঈমা নামে এক কিশোরীর রিকশার প্যাডলে জীবনের ঘানি টানার গল্প উঠে এসেছে চলচ্চিত্রে। নাঈমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। নভেরা ছাড়াও অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন অমিতাভ রেজা।