কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ও ০১টি সিএনজিসহ ২ মাদক

- আপডেট টাইম : ০৪:২৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৫ ১৫০.০০০ বার পাঠক
মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভৈরব উপজেলার বাঘাইকান্দি গ্রামের মৃত মোহাজ উদ্দিনের ছেলে মো. কামাল মিয়া (৩৬) শ্রীনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে মো. আলমগীর মিয়া (৩২)
র্যাব-১৪ সূত্রে জানা যায়, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২১ মে সকাল ৭টায় কুলিয়ারচর দাড়িয়াকান্দি এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে চেকপোষ্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে তল্লাশী চালিয়ে ১টি সিএনজিতে চালক ও যাত্রীবেশে থাকা ১ জনকে ১০ (দশ) কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজিসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২,৭৫,০০০/-(দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা দায়েরর্পূবক আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।