ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না এবার করা হলো শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ শ্রীপুরে ওসি’র ঘুষ লেনদেনের অডিও ভাইরাল গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া। পর্ব ২ জানাযায় প্রধান উপদেষ্টার কাতার সফরে গুরুত্ব পাবে কতটুকু নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রী সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি ঠাকুরগাঁওয়ে কবরের ওপর থেকে হাত পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৬:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ১ ৫০০০.০ বার পাঠক

রাজধানীর কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ। রাজউক কর্তৃপক্ষ উক্ত ভবন এবং নকশা জালিয়াতি প্রমাণিত হওয়ায় ভবন মালিক কে একাধিকবার ভেঙ্গে ফেলার নোটিশ প্রদান করেন । এবিষয়ে রাজউক কর্তৃক মামলাটি দীর্ঘদিন যাবত বিভিন্ন কোর্টের লিস্টে আসতেছে ফিক্সড হওয়ার জন্য কিন্তু রাজউকের সংশ্লিষ্ট আইনজীবী মামলাটি কোর্টে ফিক্সড না করার কারণে বারবার আউট অফ লিস্ট হয়ে যাচ্ছে বিধায় শুনানি করা যাচ্ছে না। তাতে বুঝা যায় যে আটতালার উপরে পানির লাইন গ্যাস লাইন বিদ্যুৎ লাইন পুরাটাই অবৈধ । রাজধানী ঢাকায় হিড়িক পড়েছে। যততত্র ‌গড়ে উঠছে অট্টালিকা। মানা হচ্ছে না উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম— নীতিমালা। এক্ষেত্রে স্বেচ্ছাচারী ভূমির মালিকরা। আরো বেপরোয়া ডেভেলপার কোম্পানিগুলো। নিয়ম— বহির্ভূত এ কাজে নেপথ্যে থেকে সহায়তা করেন কিছু অসাধু কর্মকর্তা। তাদের পেছনে কিছু অর্থ খরচ করেই বাড়ির মালিক ও নির্মাতারা শাহেনশাহ বনে যান; কারুণ কলকাটি নাড়ান ওই অসাধু কর্মকর্তারা। এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি থাকে নামমাত্র। ফলে, ইচ্ছাধীন ভবন নির্মাণ করায় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে। নির্মাণ অবস্থায় অনেক ভবন হেলে পড়ছে। কিংবা নির্মাণের পর পরই ধসে পড়ছে কিছু ভবন। এর ধারাবাহিকতায় রাজধানী কাকরাইল রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ কাকরাইল আগুরাগলি

এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবনটি অবস্থিত কাকরাইল এলাকায় । উক্ত বিষয়টি অবগতির প্রসঙ্গে গত ২৯—০৩— ২০২৩ ইং তারিখে আব্দুর রহমান ও আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটি কর্তৃক সরকার জামাল নামক দুই ব্যক্তি দুটি আলাদা আলাদা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন, কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবনটি রাজউক এর নকশা বহির্ভুতভাবে নির্মাণ করা হয়েছে এই আবাসিক ভবনটি রাজউকের প্লান ১৫/০৩/১৯৯৯সালে ৮ তলার অনুমোদন থাকলেও মালিক কর্তৃপক্ষ এগারো তলা নির্মাণ করেছেন যাহার অরজিনাল নকশা নাম্বার হলো ১৫/০৩/১৯৯৯সন স্মারক নং রাজউক /নঅঅ ৫৬৫/৯৯/৬৬৮ এছাড়াও ভবনটির নিচের তলায় একটি টি,এন,টি এক্সচেঞ্জ এর অফিস ভাড়া দেওয়া হয়েছে যা আবাসিক ভবন এবং বসবাসরত সকল মানুষের জন্য মারাত্মক ঝুঁকি বহন করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা ভবনে স্থানীয় বসবাসরত ক্রয় সূত্রে ফ্লাটের মালিকদের ভবনটিতে বসবাসরত বাসিন্দাদের পক্ষে আব্দুর রহমান রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। এবং গণমাধ্যম কর্মীদের বলেন এই ভবনে ৩০ টি ফ্লাট রয়েছে এর মধ্যে ১৬ টি বৈধ ফ্লাট বিক্রি করেছেন।

ক্রেতা মালিক পক্ষ হলেন: (১) এডভোকেট ইব্রাহিম মোল্লা (২) প্রফেসর তাইজুল ইসলাম (৩) এস কে মজিবুর রহমান (৪) আমিনুল ইসলাম (৫) ডিজি তাইজুল ইসলাম (৬) শওকত (৭) স্বপন (৮) বিগেডিয়ার রফিকুল ইসলাম(৯) বিপ্লব নক্তি (১০) বিমল নক্তি গং ফ্লাট মালিকরা বলেন উল্লেখিত মজুমদার ভিলায় মোট (৩০) টি ফ্লাট রয়েছে এর মধ্যে (১৬ ) টি ফ্লাট ৮ তলা ভবন থাকা অবস্থায় আমরা ফ্ল্যাট ক্রয় করেছি পরবর্তীতে ভবন মালিক অনিয়মের মধ্য দিয়ে আরো তিন তলা নির্মাণ করেছেন আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করিতেছি এবং আতঙ্কের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতেছি ।এ বিষয়ে ভবন মালিক মজুমদার এর মুঠো ফোনে কথা বললে তিনি বলেন আমি আবাসিক ভবন ১১তলা নির্মাণ করেছি কিন্তু রাজউকের কর্মকর্তাদের সাথে কথা বলে ও তাদের পরামর্শ অনুযায়ী ১১ তলা ভবন নির্মাণ করা হয়েছে।

ওই বিল্ডিং এর মালিকদের পক্ষে আব্দুর রহমান দায়িত্ব প্রাপ্ত হয়ে এবং আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জনস্বার্থে সরকার জামাল রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের পরে বিশ্বজিৎ পরিদর্শন করেন । পরবর্তিতে ফাইল চলে আসে ইমারত পরিদর্শক সুব্রত এর কাছে তিনি বিল্ডিং ভাজ্ঞার ব্যবস্থা করতেছেন বলেন । এর পরে ফাইল চলে আসে আইন শাখায়। আজ বিল্ডিং ভাজ্ঞা হবে কাল ভাজ্ঞা হবে পরশু ভাজ্ঞা হবে বলে সময় ক্ষেপন করে সুকুমার । ওদিকে অপর পক্ষ থেকে টাকা খেয়ে ওই পক্ষকে হাই — কোর্টে রিট করতে বলেন। এখন সুকুমার বলেন যেহেতু রিট হয়েছে আমার আর কিছু করার নাই। এ বিষয় বিশ্বজিৎ, সুব্রত ও সুকুমার বলেন আমরা ভালো মানুষ। এমত অবস্থায় যদি তারা ভাল মানুষ হয় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়ে প্রমাণিত হয় যে বিল্ডিং মালিক অবৈধভাবে তিন তলা অনিয়মভাবে ফ্ল্যাট করে বিক্রি করেছে । এদিকে বিল্ডিং মালিক ২০১৫ সালে ১০ তলার রাজউক অনুমোদন আছে বলে বিক্রি করেন দশটি ফ্লাট। আবার ২০১৭ সালে আটতালা ভবনের ছয় তালায় দুই টি এবং আট তলা দুইটি ফ্লাট বিক্রি করেন। সাধারণ জনগণ বলেন যে যদি বিল্ডিংটি দশ তলার অনুমোদন পেয়ে থাকে তাহলে ২০১৭ সালে কেন আর তলা বলে ফ্লাট বিক্রি করেন মানুষের মুখে মুখে কথা । এদিকে অভিযোগকারী এবং ফ্লাট মালিকগণ রাজক চেয়ারম্যান বরাবর জোরপূর্বক দাবি জানাচ্ছেন যে বিল্ডিংটি যদি দুর্ঘটনা ঘটে তাহলে দায়ভার কে নিবে । রাজউক না বিল্ডিং মালিক ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২

আপডেট টাইম : ০৬:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

রাজধানীর কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ। রাজউক কর্তৃপক্ষ উক্ত ভবন এবং নকশা জালিয়াতি প্রমাণিত হওয়ায় ভবন মালিক কে একাধিকবার ভেঙ্গে ফেলার নোটিশ প্রদান করেন । এবিষয়ে রাজউক কর্তৃক মামলাটি দীর্ঘদিন যাবত বিভিন্ন কোর্টের লিস্টে আসতেছে ফিক্সড হওয়ার জন্য কিন্তু রাজউকের সংশ্লিষ্ট আইনজীবী মামলাটি কোর্টে ফিক্সড না করার কারণে বারবার আউট অফ লিস্ট হয়ে যাচ্ছে বিধায় শুনানি করা যাচ্ছে না। তাতে বুঝা যায় যে আটতালার উপরে পানির লাইন গ্যাস লাইন বিদ্যুৎ লাইন পুরাটাই অবৈধ । রাজধানী ঢাকায় হিড়িক পড়েছে। যততত্র ‌গড়ে উঠছে অট্টালিকা। মানা হচ্ছে না উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম— নীতিমালা। এক্ষেত্রে স্বেচ্ছাচারী ভূমির মালিকরা। আরো বেপরোয়া ডেভেলপার কোম্পানিগুলো। নিয়ম— বহির্ভূত এ কাজে নেপথ্যে থেকে সহায়তা করেন কিছু অসাধু কর্মকর্তা। তাদের পেছনে কিছু অর্থ খরচ করেই বাড়ির মালিক ও নির্মাতারা শাহেনশাহ বনে যান; কারুণ কলকাটি নাড়ান ওই অসাধু কর্মকর্তারা। এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি থাকে নামমাত্র। ফলে, ইচ্ছাধীন ভবন নির্মাণ করায় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে। নির্মাণ অবস্থায় অনেক ভবন হেলে পড়ছে। কিংবা নির্মাণের পর পরই ধসে পড়ছে কিছু ভবন। এর ধারাবাহিকতায় রাজধানী কাকরাইল রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ কাকরাইল আগুরাগলি

এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবনটি অবস্থিত কাকরাইল এলাকায় । উক্ত বিষয়টি অবগতির প্রসঙ্গে গত ২৯—০৩— ২০২৩ ইং তারিখে আব্দুর রহমান ও আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটি কর্তৃক সরকার জামাল নামক দুই ব্যক্তি দুটি আলাদা আলাদা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন, কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবনটি রাজউক এর নকশা বহির্ভুতভাবে নির্মাণ করা হয়েছে এই আবাসিক ভবনটি রাজউকের প্লান ১৫/০৩/১৯৯৯সালে ৮ তলার অনুমোদন থাকলেও মালিক কর্তৃপক্ষ এগারো তলা নির্মাণ করেছেন যাহার অরজিনাল নকশা নাম্বার হলো ১৫/০৩/১৯৯৯সন স্মারক নং রাজউক /নঅঅ ৫৬৫/৯৯/৬৬৮ এছাড়াও ভবনটির নিচের তলায় একটি টি,এন,টি এক্সচেঞ্জ এর অফিস ভাড়া দেওয়া হয়েছে যা আবাসিক ভবন এবং বসবাসরত সকল মানুষের জন্য মারাত্মক ঝুঁকি বহন করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা ভবনে স্থানীয় বসবাসরত ক্রয় সূত্রে ফ্লাটের মালিকদের ভবনটিতে বসবাসরত বাসিন্দাদের পক্ষে আব্দুর রহমান রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। এবং গণমাধ্যম কর্মীদের বলেন এই ভবনে ৩০ টি ফ্লাট রয়েছে এর মধ্যে ১৬ টি বৈধ ফ্লাট বিক্রি করেছেন।

ক্রেতা মালিক পক্ষ হলেন: (১) এডভোকেট ইব্রাহিম মোল্লা (২) প্রফেসর তাইজুল ইসলাম (৩) এস কে মজিবুর রহমান (৪) আমিনুল ইসলাম (৫) ডিজি তাইজুল ইসলাম (৬) শওকত (৭) স্বপন (৮) বিগেডিয়ার রফিকুল ইসলাম(৯) বিপ্লব নক্তি (১০) বিমল নক্তি গং ফ্লাট মালিকরা বলেন উল্লেখিত মজুমদার ভিলায় মোট (৩০) টি ফ্লাট রয়েছে এর মধ্যে (১৬ ) টি ফ্লাট ৮ তলা ভবন থাকা অবস্থায় আমরা ফ্ল্যাট ক্রয় করেছি পরবর্তীতে ভবন মালিক অনিয়মের মধ্য দিয়ে আরো তিন তলা নির্মাণ করেছেন আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করিতেছি এবং আতঙ্কের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতেছি ।এ বিষয়ে ভবন মালিক মজুমদার এর মুঠো ফোনে কথা বললে তিনি বলেন আমি আবাসিক ভবন ১১তলা নির্মাণ করেছি কিন্তু রাজউকের কর্মকর্তাদের সাথে কথা বলে ও তাদের পরামর্শ অনুযায়ী ১১ তলা ভবন নির্মাণ করা হয়েছে।

ওই বিল্ডিং এর মালিকদের পক্ষে আব্দুর রহমান দায়িত্ব প্রাপ্ত হয়ে এবং আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জনস্বার্থে সরকার জামাল রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের পরে বিশ্বজিৎ পরিদর্শন করেন । পরবর্তিতে ফাইল চলে আসে ইমারত পরিদর্শক সুব্রত এর কাছে তিনি বিল্ডিং ভাজ্ঞার ব্যবস্থা করতেছেন বলেন । এর পরে ফাইল চলে আসে আইন শাখায়। আজ বিল্ডিং ভাজ্ঞা হবে কাল ভাজ্ঞা হবে পরশু ভাজ্ঞা হবে বলে সময় ক্ষেপন করে সুকুমার । ওদিকে অপর পক্ষ থেকে টাকা খেয়ে ওই পক্ষকে হাই — কোর্টে রিট করতে বলেন। এখন সুকুমার বলেন যেহেতু রিট হয়েছে আমার আর কিছু করার নাই। এ বিষয় বিশ্বজিৎ, সুব্রত ও সুকুমার বলেন আমরা ভালো মানুষ। এমত অবস্থায় যদি তারা ভাল মানুষ হয় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়ে প্রমাণিত হয় যে বিল্ডিং মালিক অবৈধভাবে তিন তলা অনিয়মভাবে ফ্ল্যাট করে বিক্রি করেছে । এদিকে বিল্ডিং মালিক ২০১৫ সালে ১০ তলার রাজউক অনুমোদন আছে বলে বিক্রি করেন দশটি ফ্লাট। আবার ২০১৭ সালে আটতালা ভবনের ছয় তালায় দুই টি এবং আট তলা দুইটি ফ্লাট বিক্রি করেন। সাধারণ জনগণ বলেন যে যদি বিল্ডিংটি দশ তলার অনুমোদন পেয়ে থাকে তাহলে ২০১৭ সালে কেন আর তলা বলে ফ্লাট বিক্রি করেন মানুষের মুখে মুখে কথা । এদিকে অভিযোগকারী এবং ফ্লাট মালিকগণ রাজক চেয়ারম্যান বরাবর জোরপূর্বক দাবি জানাচ্ছেন যে বিল্ডিংটি যদি দুর্ঘটনা ঘটে তাহলে দায়ভার কে নিবে । রাজউক না বিল্ডিং মালিক ।