ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা

- আপডেট টাইম : ১২:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৩ ৫০০০.০ বার পাঠক
ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবাবু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত।
১৯ মার্চ বুধবার (২০২৫) মোংলা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর-২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কি নোট স্পিকার, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক কৃষিবিদ ফজলুল হক মনি, মোংলা উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি’ আহসান হাবিব হাসান, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়,পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, মোংলা প্লেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, এটি এন নিউজ এর নিজাম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, পরিবেশ, এবং জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিগন।