ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০১:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ২ ৫০০০.০ বার পাঠক
ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) আলহাজ্ব মোঃ লোকমান হোসেন দেওয়ানের (সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা বিএনপি) সভাপতিত্বে এবং জনাব মোঃ কামরুল ইসলামের (কুশুরা ইউনিয়ন যুবদল ও সাবেক যুগ্ম সম্পাদক, ধামরাই উপজেলা ছাত্রদল) সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ (সভাপতি, ঢাকা জেলা যুবদল) ও প্রিয় অতিথি হিসেবে জনাব মোঃ ইবাদুল হক জাহিদ (সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল) এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ খলিলুর রহমান (সাবেক ক্রীড়া সম্পাদক, ঢাকা জেলা বিএনপি) ও জনাব মোঃ মোশারফ হোসেন (সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল)।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত সকলের কাছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে দোয়া ও ইফতার মাহফিল শেষে সকলেই মাগরিবের নামাজ আদায় করেন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন।