সংবাদ শিরোনাম ::
মানবতা মহসিন আলম মুহিন
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
অন্যের কষ্টে, অন্যের দুঃখে-
কাঁদে মন, কাঁদে প্রাণ, কাঁপন বুকে।।
হোক সে প্রিয়, না হোক প্রিয়া-
তারই অশান্তিতে ভেঙে যায় হিয়া।।
দেশ বিদেশ বাছ বিচার নাহি আসে-
মানুষের ব্যথায় আঁখি দু’টি ভাসে।।
প্রচন্ড বিপর্যয়, শীত, বন্যা-সমস্যায়-
মানুষ যার আছে তাই নিয়ে হেথা যায়।।
দেখলে যুদ্ধের হিংস্রতা, বাড়ায় মমতা-
আহতদের পাশে পাশে থাকে সর্বদা।।
মানে না ভেদাভেদ ধর্ম, গোত্র জাতি-
রহে না জেদ নিয়ে, অযথা মাতামাতি।।
মানুষের জন্য নিবেদিত, সদাই ব্যস্ততা-
রক্ত অপছন্দ, দেখায় শুধু ভদ্রতা।।
থাকে না চুপ, হটায় বিপদ বিফলতা-
সব ভালো আসে তাতে-বাঁচে মানবতা।।
রচনাকালঃ-
মহসিন আলম মুহিন
-(পিজি হাসপাতাল-ঢাকা)।-
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
আরো খবর.......