ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
পুরোনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে: সালাহউদ্দিন খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  পাসপোর্টে ফিরল ‘এক্সসেপ্ট ইসরাইল’, যা বললেন সাবেক রাষ্ট্রদূত রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০১:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৬১ ৫০০০.০ বার পাঠক

৩ লাখ টাকায় মিলবে সিনিয়র একাউন্টস অফিসার পদে পিডিবির সরকারি চাকরি।
পিডিবি সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন প্রতারক হানিফ। ১০/৬/২০১৯ সালে আনুমানিক সকাল ১১,৩০ মিনিটে কাতলাপুরে ভুক্তভোগী আব্দুল হাই এর অফিসে আলোচনা হয়। চাকরির কোন নিয়োগের তথ্য জানতে চাইলে এরিয়ে যান হানিফ। হানিফ জিজ্ঞাসা করলে আব্দুল হাই এর আত্নীয় হয় ভুক্তভোগী তারা বলেন আমাদের দেওয়ার মতো এত সামর্থ নেই। হানিফ বলেন তাহলে ২ লাখ টাকা দেন নিয়োগ এর পরে বাকিটা দিবেন। আলোচনায় হানিফের ঠিকানা জানতে চাইলে তিনি জানান তার স্ত্রী মোসা শামিমা রহমান ভার্ক এনজিও তে চাকরি করেন ও তারা সপরিবারে এ/পি উওর তালবাগ আব্বাস ক্লিনিকের পাশেই ভাড়া থাকেন।

ভুক্তভোগী অনেক কষ্টে ১লাখ ৪৬ হাজার টাকা জোগাড় করেন ও হানিফ কে জানান যে নিয়োগের সময় বাকি লেনদেন করা হবে। তিনি ১ লাখ ৪৬ হাজার টাকা আব্দুল হাই এর নিকট থেকে বুঝে নেন। তার কয়েক মাস পার হয়ে গেলেও যোগাযোগ হচ্ছে না হানিফের । ভুক্তভোগী যোগাযোগ এর চেষ্টা করলে এরিয়ে যান প্রতারক হানিফ। মোবাইল ফোনে যোগাযোগ করলে হানিফ সময় চান বলেন অপেক্ষা করতে হবে। ২০১৯,থেকে ২০২৪ সালে ও প্রতারক হানিফ এর মিলছে না দেখা। ভুক্তভোগী তার ঠিকানায় খুঁজতে গেলে পাওয়া যায় না তাঁর খোঁজ । প্রতারক হানিফ দেয় নি পিডিবি সরকারি চাকরি ভুক্তভোগী তার দেওয়া অর্থ ফেরত চাইলে তাকে এরিয়ে যান ও আরও চান সময়। পরবর্তী তে ভুক্তভোগী ও আবদুল হাই এর আত্নীয়দের নিয়ে প্রতারক হানিফের ঠিকানায় জান ও হানিফ কে বাসায় পেয়ে আলোচনা করে প্রতারক হানিফ ২৪ হাজার টাকা ফেরত দেন বাকি ১লাখ ২২ হাজার টাকা পরবর্তী ১ মাসের মধ্যে ফেরত দিবেন এমন আশ্বাস দেন ভুক্তভোগী আব্দুল হাই কে। ২০২৪ সালে কয়েক বার আলোচনা হয় কিন্তুু ভুক্তভোগীর টাকা ফেরত দেওয়ার কথা আর বলছেন না প্রতারক হানিফ।
অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে যান হানিফের স্ত্রী শামিমা রহমান এর নিকট। সকল বিসয় বললে তিনি এ বিসয়ে আলোচনা করলেন না এরিয়ে গেলেন । অনেক রিকুয়েষ্ট করলেও কোন কথা শুনলেন না প্রতারক এর স্ত্রী শামিমা রহমান। একই ছাদের তলায় আছেন ভার্ক ইনজিও এর কর্মকর্তা শামিমা রহমান ও সরকারি চাকরি দেওয়ার প্রতারক হানিফ। সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রতারনা করে ও রয়েছে ধরা ছোরায় বাইরে। কিভাবে অপরাধী হয়েও ঘুরে বেড়াচ্ছে তার এলাকায় তালবাগ। অনেক চেষ্টা করেও সুবিচার পাননি ভুক্তভোগী আব্দুল হাই। নাকি প্রতারক হানিফ কে আড়াল থেকে দিচ্ছে কেউ সাপোর্ট। কার সহযোগিতায় অপকর্ম করেও টিকে রয়েছে নিজ ভাড়া বাসায় তালবাগ। প্রতারক হানিফের নিকট ভুক্তভোগী আব্দুল হাই তার অর্থ ফেরত চাইলে নানান রকম কথা বার্তা বলেন। এক পর্যায়ে ভুক্তভোগী আবদুল হাই কে দেখে নিবে এমন হুমকি দেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আব্দুল হাই ৭/১/২০২৫ ইং তারিখ সাভার মডেল থানায় প্রতারক হানিফ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রতারক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মর্জি হয় ও আইনের আওতায় এনে সুবিচারের দাবি করেন ভুক্তভোগী আব্দুল হাই।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ

আপডেট টাইম : ০১:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

৩ লাখ টাকায় মিলবে সিনিয়র একাউন্টস অফিসার পদে পিডিবির সরকারি চাকরি।
পিডিবি সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন প্রতারক হানিফ। ১০/৬/২০১৯ সালে আনুমানিক সকাল ১১,৩০ মিনিটে কাতলাপুরে ভুক্তভোগী আব্দুল হাই এর অফিসে আলোচনা হয়। চাকরির কোন নিয়োগের তথ্য জানতে চাইলে এরিয়ে যান হানিফ। হানিফ জিজ্ঞাসা করলে আব্দুল হাই এর আত্নীয় হয় ভুক্তভোগী তারা বলেন আমাদের দেওয়ার মতো এত সামর্থ নেই। হানিফ বলেন তাহলে ২ লাখ টাকা দেন নিয়োগ এর পরে বাকিটা দিবেন। আলোচনায় হানিফের ঠিকানা জানতে চাইলে তিনি জানান তার স্ত্রী মোসা শামিমা রহমান ভার্ক এনজিও তে চাকরি করেন ও তারা সপরিবারে এ/পি উওর তালবাগ আব্বাস ক্লিনিকের পাশেই ভাড়া থাকেন।

ভুক্তভোগী অনেক কষ্টে ১লাখ ৪৬ হাজার টাকা জোগাড় করেন ও হানিফ কে জানান যে নিয়োগের সময় বাকি লেনদেন করা হবে। তিনি ১ লাখ ৪৬ হাজার টাকা আব্দুল হাই এর নিকট থেকে বুঝে নেন। তার কয়েক মাস পার হয়ে গেলেও যোগাযোগ হচ্ছে না হানিফের । ভুক্তভোগী যোগাযোগ এর চেষ্টা করলে এরিয়ে যান প্রতারক হানিফ। মোবাইল ফোনে যোগাযোগ করলে হানিফ সময় চান বলেন অপেক্ষা করতে হবে। ২০১৯,থেকে ২০২৪ সালে ও প্রতারক হানিফ এর মিলছে না দেখা। ভুক্তভোগী তার ঠিকানায় খুঁজতে গেলে পাওয়া যায় না তাঁর খোঁজ । প্রতারক হানিফ দেয় নি পিডিবি সরকারি চাকরি ভুক্তভোগী তার দেওয়া অর্থ ফেরত চাইলে তাকে এরিয়ে যান ও আরও চান সময়। পরবর্তী তে ভুক্তভোগী ও আবদুল হাই এর আত্নীয়দের নিয়ে প্রতারক হানিফের ঠিকানায় জান ও হানিফ কে বাসায় পেয়ে আলোচনা করে প্রতারক হানিফ ২৪ হাজার টাকা ফেরত দেন বাকি ১লাখ ২২ হাজার টাকা পরবর্তী ১ মাসের মধ্যে ফেরত দিবেন এমন আশ্বাস দেন ভুক্তভোগী আব্দুল হাই কে। ২০২৪ সালে কয়েক বার আলোচনা হয় কিন্তুু ভুক্তভোগীর টাকা ফেরত দেওয়ার কথা আর বলছেন না প্রতারক হানিফ।
অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে যান হানিফের স্ত্রী শামিমা রহমান এর নিকট। সকল বিসয় বললে তিনি এ বিসয়ে আলোচনা করলেন না এরিয়ে গেলেন । অনেক রিকুয়েষ্ট করলেও কোন কথা শুনলেন না প্রতারক এর স্ত্রী শামিমা রহমান। একই ছাদের তলায় আছেন ভার্ক ইনজিও এর কর্মকর্তা শামিমা রহমান ও সরকারি চাকরি দেওয়ার প্রতারক হানিফ। সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রতারনা করে ও রয়েছে ধরা ছোরায় বাইরে। কিভাবে অপরাধী হয়েও ঘুরে বেড়াচ্ছে তার এলাকায় তালবাগ। অনেক চেষ্টা করেও সুবিচার পাননি ভুক্তভোগী আব্দুল হাই। নাকি প্রতারক হানিফ কে আড়াল থেকে দিচ্ছে কেউ সাপোর্ট। কার সহযোগিতায় অপকর্ম করেও টিকে রয়েছে নিজ ভাড়া বাসায় তালবাগ। প্রতারক হানিফের নিকট ভুক্তভোগী আব্দুল হাই তার অর্থ ফেরত চাইলে নানান রকম কথা বার্তা বলেন। এক পর্যায়ে ভুক্তভোগী আবদুল হাই কে দেখে নিবে এমন হুমকি দেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আব্দুল হাই ৭/১/২০২৫ ইং তারিখ সাভার মডেল থানায় প্রতারক হানিফ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রতারক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মর্জি হয় ও আইনের আওতায় এনে সুবিচারের দাবি করেন ভুক্তভোগী আব্দুল হাই।