কটিয়াদীর মন্ডলভোগে গুণীজন সম্মাননা, সাহিত্য ও বই উৎসব- ২০২৪
- আপডেট টাইম : ০৩:৩১:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৯ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মন্ডলভোগ গ্রামে কবি মো. ওয়াহিদুজ্জামান লাইব্রেরী ও শিক্ষা ভুবন প্রাঙ্গণে ২৮ই ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় কবি মো. ওয়াহিদুজ্জামান লাইব্রেরী ও শিক্ষা ভুবন এর আয়োজনে গুণীজন সম্মাননা, সাহিত্য ও বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মো. সেলিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পানি ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. রাসবিহারী ঘোষ। বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য রাখেন কবি এডভোকেট শৈলেশ্বর দাস,এডভোকেট আশিকুজ্জামান নজরুল, কবি অধ্যক্ষ শাহ মো. আনোয়ার হোসেন,এডভোকেট সৈয়দ মুরাদ, কবি নূর মোঃ চৌধুরী, কবি মতিউর রহমান হীরা, কবি আলী আক্কাস রেণু, কবি মো. তৈয়ব আলী, কবি অধ্যাপক বেন- জীর জামান, মাহতাব উদ্দিন চেয়ারম্যান, কবি আব্দুল গনি মিয়া, সাংবাদিক আশরাফুল ইসলাম, কবি অ্যাডভোকেট ইলোরা সোমা, শিক্ষক মো. আজহারুল ইসলাম, শহিদুল হক উজ্জ্বল(প্যানেল চেয়ারম্যান) , সাংবাদিক আফসার আশরাফী প্রমুখ। ভারচুয়ালী বক্তব্য রাখেন কবি নূর উন নাহার মেরী( ইউএসএ), কবি শাহ মো.শফিনূর( ইউএসএ), ডা.অধ্যাপক এস এ খান নোমান(ঢাকা), ড.কবি যাকিয়া সুমি সেতু( অস্ট্রেলিয়া) , ড. কবি দ্যুতি দত্ত গুপ্ত(ভারত), কবি মো. রফিকুল ইসলাম ( লন্ডন ) । এছারাও বক্তব্য রাখেন ঢাকা ও বিভিন্ন স্থান থেকে আগত কবি সাহিত্যিক গন, অনুষ্টান শেষে জাগো নারী ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব-দু:খী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কবি মো.ওয়াহিদুজ্জামান লাইব্রেরী ও শিক্ষা ভুবন পুরস্কার ২০২৪ বিভিন্ন শাখায় দেশের বেশ কয়জন গুনীজনরা পেয়েছেন। প্রফেসর ড.রাস বিহারী ঘোষ (বিজ্ঞান ও সমাজ সংস্কারে বিশেষ অবদান রাখায়), কবি এডভোকেট শৈলেশ্বর দাস ( আইন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়),
কবি নূর উন নাহার মেরী( মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদান রাখায়),
কবি বেন- জীর জামান ( গ্রন্থাগার আন্দোলন ও কবিতায় বিশেষ অবদান রাখায় ) ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গণমানুষের কবি, দাবানল পত্রিকার সম্পাদক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান. অনুষ্ঠান সঞ্চালনা করেন মো.তাজ উদ্দীন ভূঁইয়া ও কামরুজ্জামান ।