চাঁদপুর সদর, হানারচরে ইসলামী আন্দোলনের গন সমাবেশ
- আপডেট টাইম : ০২:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ২৭ ৫০০০.০ বার পাঠক
উপজেলা ১৩নং হানারচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০শে’ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় হরিনা চৌরাস্তা মোড়ে আয়োজিত গন সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত দিনে দেশের রাজনৈতিক দুরবস্থার কথা তুলে ধরে বলেন ভবিষ্যতে এ থেকে উত্তরণের পথ দেখাতে পারে একমাত্র ইসলামি আন্দোলন। তিনি আরো বলেন ভোট পবিত্র আমানত তা যেন সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন।
ইসালমী আন্দোলন বাংলাদেশ হানারচর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মনির হোসেন বকাউলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহা. মাইনুদ্দিন দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুহা.মাকসুদুর রহমান,প্রচার ও দাওয়া সম্পাদক মাওঃ হেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ
সদর উপজেলা ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের সভাপতি ডা.মুহা.বেলাল হুসাইন,এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুব আন্দোলনের যুগ্ন সাধারন সম্পাদক শেখ মুহা. হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওঃ হাবিবুর রহমান,উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন ইসালমী আন্দোলনে সাবেক সহ সভাপতি মুহা. মাসুম বিল্লাহ, হানারচর ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি আবু সাঈদ বেপারী,সেক্রেটারি মোহাম্মদ হোসেন শেখ, লক্ষ্মীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ মনিরুজ্জামান, চান্দ্রা ইউনিয়ন শাখার সভাপতি মজিবুর রহমান সহ জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সর্বোশেষ মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর জন্য দোয়া করে সভা শেষ করা হয়।