উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করলো সেনাবাহিনী
- আপডেট টাইম : ০৫:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১৪৮ ৫০০০.০ বার পাঠক
ছবি: সময়ের কন্ঠ
কিশোরগঞ্জের ভৈরব থানাতে গত ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা হামলা চালালে অস্ত্রসহ বিভিন্ন মালামাল লুট হয়ে যায়। পরবর্তীতে শিক্ষার্থী-জনতার সহায়তায় সেসব উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।
শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে হাজী আসমত কলেজ মাঠে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল ফারহানা আফরীন ভৈরব থানার ওসির কাছে অস্ত্রসহ মালামাল জমা দেন।
জানা যায়, ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় থানার অস্ত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। বর্তমানে পৌর স্টেডিয়ামে অস্থায়ী কার্যালয়ে চলছে থানার কার্যক্রম।
এ বিষয়ে মেজর সানজেদুল ইসলাম বলেন, ভৈরবের ছাত্র-জনতা নিজ উদ্যোগে লুট হওয়া বেশকিছু অস্ত্র উদ্ধারে সহযোগিতা করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, মেশিন গান, চায়না রাইফেল, পিস্তল, এলএমজি, গ্যাস গান, টিয়ার গ্যাস, রাবার বুলেটসহ বিভিন্ন গোলাবারুদ।
ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, দুষ্কৃতিকারীরা নাজমুল হাসান পৌর পার্কে অগ্নিসংযোগ করলে পাশের থানা ভবন ধোঁয়ায় ছেয়ে যায়। পরিস্থিতি দেখে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যরা প্রাণে বাঁচে। এরপর থানাতেও হামলা চালিয়ে লুটপাট করে তারা।
তিনি আরও বলেন, লুট হয়ে যাওয়া অস্ত্রসহ মালামাল ফেরত পাওয়ায় আবার থানার কাজ স্বাভাবিক হবে। এখন থেকে ভৈরবের মানুষের নিরাপত্তায় জীবন বাজি রেখে কাজ করে যাবো।