নবাবগঞ্জে শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন
- আপডেট টাইম : ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রী কয়েকটি দলে ভাগ হয়ে উপজেলা গেটের সামনে থেকে শুরু করে উপজেলার পুরো চত্বর ও নবাবগঞ্জ হাইওয়ে রাস্তার আশপাশ এই অভিযান পরিচালনা করে এবং রাস্তার প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে । প্রায় শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ত্যাগের পর নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিজয় মিছিল হয়। কয়েকদিন অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় প্রতিষ্ঠানের সামনে জমে থাকা বিভিন্ন কাগজ , গাছের পাতা এবং রাস্তার পাশে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, উপজেলা শহরটি আমাদের। শহরকে আমরা সুন্দর করে সাজাবো। যাদের উপর শহর সুন্দর রাখার দায়িত্ব ছিল তারা পালিয়ে গেছে। তাই আমাদের বসে থাকার সুযোগ নেই ।
শিক্ষার্থীরা আরো বলেন, আমরা স্বেচ্ছায় পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করছি। শহরবাসীকে একটা সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই।
ছাত্র-ছাত্রীদের এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। একইসঙ্গে তাদের প্রশংসা করেন সবাই।