কর্মবিরতিতে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা
- আপডেট টাইম : ১২:৫৬:০৪ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ৮০ ৫০০০.০ বার পাঠক
সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার(১ জুলাই) বেলা ১১ টাই কর্মবিরতির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। ব্যানার আর ফেস্টুনে লেখনীর মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেড অনুযায়ী ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদোন্নতি না করা, লাইনক্রু লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী (কানামুনা) চাকরি নিয়মিত না করা। এ ছাড়া স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলার এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগ্ঞ্জ-২ এর ডিজিএম (কারিগরি) এজিএম আইটিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন। তবে এ কর্মসূচি পালনের সময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা হয়েছে। এসময় এজিএম (আইটি) মোহাম্মদ ওলিউলল্লাহ, এজিএম(সেবা) নুরে আলম, এজিএম( অপারেশন এন্ড মেইনটেইনস) তোফায়েল, এজিএম (এডমিন) শারমিন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা বক্তব্য রাখেন।