ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন
- আপডেট টাইম : ১০:২২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ৭৬ ৫০০০.০ বার পাঠক
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কমিউনিটি পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচী’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) নবলোক পরিষদের বাস্তবায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও মুসলিম এইড বাংলাদেশ এর সহযোগিতায় বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া, পেড়িখালি ও রামপাল সদর ইউনিয়নে এবং মোড়েলগঞ্জ উপজেলার (খাওলিয়া, নিশানবাড়িয়া ও বরইখালী ইউনিয়নে প্রতিদিন ২০০ মানুষের মাঝে দুপুর এর খাবার পরিবেশন করা হয়। এ কর্মসুচি ৭ দিন ধরে চলমান থাকবে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউনিয়নের খাদ্য কর্মসূচির উদ্বোধন করেন।
নবলোক পরিষদের বাস্তবায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও মুসলিম এইড বাংলাদেশ এর সহযোগিতায় ৪৫ দিন ব্যাপি এই জরুরী সহায়তা প্রদানের মাধ্যমে অধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাবার সহায়তার পাশাপাশি, নগদ অর্থ, হাইজিন সামগ্রীসহ স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরী করতে সহায়তা করবে বলে জানা গেছে।