কালিয়াকৈরে মৌচাকে অগ্নিকাণ্ডে কলোনির শতাধিক কক্ষ পুড়ে ছাই
- আপডেট টাইম : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / ৮৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৪ নং মৌচাক ইউনিয়নের তেলিরচালা এলাকায় একাধিক মালিকানাধীন একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৫ টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
অগ্নিকাণ্ডে ঐ কলোনিতে শতাধিক কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। (২৪ মে) শুক্রবার দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১:১৫ মিনিটের দিকে ঐ কলোনির কোন এক কক্ষ থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়েছে।
এ সময় কলোনিতে থাকা ভাড়াটিয়াদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বরং আগুন খুব দ্রুত গতিতে ভয়াবহ হয়ে উঠে এবং একেরপর এক কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আগুন লাগার পর খবর পেয়ে কালিয়াকৈরের ৩ টি ও কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ২ টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কলোনির শতাধিক কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
ঐ কলোনির ভাড়াটিয়াদের প্রায় সবাই বিভিন্ন কারখানায় কাজ করেন। শুক্রবার কারখানার শ্রমিকদের সাপ্তাহিক ছুটি থাকায় ঐ কলোনির ভাড়াটিয়াদের প্রায় সকলেই কলোনিতে নিজ নিজ কক্ষে উপস্থিত ছিলেন। পুরুষদের অনেকেই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বলে জানান উৎসুক জনতা। অনেকেই বলেন, কক্ষ থেকে কোন কিছুই বের করতে পারিনি।
তাদের চোখের সামনে ভয়াবহ আগুনে দাউদাউ করে পুড়ে গেছে সবকিছু।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।