পাকুন্দিয়ায় সাংবাদিক আফসার উদ্দিনের বাড়িতে চুরি

- আপডেট টাইম : ০৫:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১১৮ ১৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে পাকুন্দিয়া আফসার উদ্দিন নামে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। এসময় তার নগদ ৫০ হাজার টাকা ও দুই লক্ষ ৩২ হাজার মূল্যে স্বর্ণে দুই জোরা কানের দুল, তিনটি আংটি দুই জোরা পায়ের নুপুর নাকের ফুল ওয়াড্রোফ ড্রয়ার ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায় । সোমবার (১৯ মে) রাত ১০ টা পরে পাকুন্দিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের পাইকলক্ষীয়া গ্রামের নিজ আব্দুল নবীর সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। আফসার উদ্দিন জানান, ১৯ মে বিকালে তার স্ত্রী কে নিয়ে বেড়াইতে যায়, বাড়িতে প্রায় ১০ টা সময় আমার ঘরে তালাবদ্ধ করে অন্য ঘরে বাড়ির লোকজন শুয়ে পরে, আজ সকলে ৬ টা ঘরে ফিরে দেখেন জানালা দরজা খোলা।
ঘরে ঢুকে দেখতে পান নগদ টাকা সহ স্বর্ণ অলংকার চুরি হয়ে গেছে। পরে চুরির বিষয়টি পাকুন্দিয়া থানার অভিযোগ করা হয়েছে ।
চুরির ঘটনা প্রকাশ হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং ক্ষোভ প্রকাশ করেন।