মুরগি ও গরুর খামারের স্বাবলম্বী
- আপডেট টাইম : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৬৪ ৫০০০.০ বার পাঠক
ক্যামেরায় ছিলেন সুমন তাহলে এত উপজেলা কালিহাতি গ্রামের রেহেনা ও নুরনাহার তারা বলেন সংসারের কাজের পাশাপাশি মুরগি খামার করে তারা স্বাবলম্বী ইচ্ছাশক্তি শ্রম দিয়েই দারিদ্রতা অবসান ঘটানো সম্ভব। কালিহাতী উপজেলার চারান গ্রামের আরেক মুরগি খামারি হাসান খান বলেন তিনি মুরগি খামার করে তিনি মাসে 40 থেকে 50 হাজার টাকা আয় করে। তার খামারে বর্তমান দুই থেকে ৩০০০ মুরগি আছে। একই গ্রামে হাসান খান হাঁস মুরগি ও গরুর খামার গড়ে তুলেছেন। হাসান খান বলেন প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি এ খামার গড়ে তুলেছেন তার খামারে গরুর সংখ্যা বর্তমান ১২টি এবং মুরগি ৫০০০ এবং হাঁস প্রায় তিন হাজারেরও অধিক। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানকে সাথে নিয়ে খামারিদের সাথে আলাপ কালে খামারিরা বলেন তারা সময় মত ভ্যাকসিন ও অন্যান্য ওষুধ সময় মত পাওয়ার কারণে তারা বেশি লাভবান হয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান আরো বলেন কেউ বেকার না থেকে স্বল্প পরিসর হলে হাঁস মুরগি গরুর খামার গড়ে তুলতে পারেন,, এজন্য প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ঔষধ কালিহাতী প্রাণিসম্পদ অফিস থেকে সরবরাহ করা হবে।