বুড়িচংয়ে জাতীয় ভোটার দিবস পালিত
- আপডেট টাইম : ১০:৩৩:০২ পূর্বাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ৮০ ৫০০০.০ বার পাঠক
সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, ’-এ প্রতিপাদ্য নিয়ে ২ মার্চ শনিবার
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত করা হয়েছে।
এ উপলক্ষে সকাল দশটায় নির্বাচন কার্যালয়ের চত্বর হতে
বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে
নির্বাচন চত্বরে এসে র্যালী শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি(ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা) মোঃ ছামিউল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।
এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা/ কর্মচারী নতুনভোটার তালিকাকরন উদ্যোক্ততাসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।