কিশোরগঞ্জ সদর উপজেলায় বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয়ে ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত
- আপডেট টাইম : ০৫:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৭ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ জেলা, সদর উপজেলা চিকনীরচর গ্রামে বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ই ফেব্রুয়ারি ) সকালে বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সভাপতিত্ব করেন জনাব মোঃ বেলাল হোসেন, সভাপতি বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট শিল্পপতি । খেলা শুভ উদ্বোধন করেন জনাব মোঃ মোজাম্মেল হক মোল্লা, প্রতিষ্টাতা পরিচালক বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয় ও সহকারি শিক্ষক কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয় । উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব শরীফ আহমেদ সাদী, সচিব বাংলাদেশ বেসরকারি শিক্ষক অবসর সুবিধা বোর্ড ও অধ্যক্ষ, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মামুন আল মাসুদ খান মামুন চেয়ারম্যান উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ সদর । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব কামরুন্নাহার লিপি, সদস্য ও প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ, কিশোরগঞ্জ। জনাব মোঃ আজিজুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। জনাব
মাসুমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ । জনাব মোঃ আবু বকর অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক লিমিটেড । জনাব মোঃ আসাদুজ্জামান খান, প্রধান শিক্ষক কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।এস,এ,মাসুম প্রধান শিক্ষক আল-হেরা কিন্ডারগার্টেন এন্ড পাপলিক স্কুল ।সার্বিক ব্যবস্থাপনায় জনাব মনিরুজ্জামান শাহীন সহকারি প্রধান শিক্ষক বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনা করেন জনাব মোঃ রাজীব আহমেদ, সহকারী শিক্ষক, বেগম জাহানারা হান্নান উচ্চ বিদ্যালয় । এছাড়া উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা, শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে ছাত্রীদের দৌড়, বেলন দৌড়, দীর্ঘ লাফ, জেব্রা দৌড়, , মোরগ লড়াই, ভারসাম্য দৌড়, বল কুড়ানোসহ অনেকগুলো প্রতিযোগিতা, খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।