ঢাকার আকাশ গুমোট, কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর
- আপডেট টাইম : ০৪:৫৭:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
- / ১৩৩ ৫০০০.০ বার পাঠক
কুয়াশা, নাকি মেঘ, তা বোঝার উপায় নেই। চারদিক কেমন যেন গুমোট হয়ে আছে! একই সঙ্গে যেন স্থবির হয়ে আছে সবকিছু। সকাল ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আকাশে এমন চিত্র দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে আজ সামান্য বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ থাকায় কুয়াশার মতো দেখাচ্ছে।
সোমবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসেও এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, বছরের এই সময়ে সাধারণত কিছুটা বৃষ্টি হয়ে থাকে। এখন বিভিন্ন স্থানে আকাশ কিছুটা মেঘলা আছে। সন্ধ্যার দিকে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। দুই থেকে তিন দিন এই পরিস্থিতি চলতে পারে।