ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
পাসপোর্টে ফিরল ‘এক্সসেপ্ট ইসরাইল’, যা বললেন সাবেক রাষ্ট্রদূত রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক নব নির্বাচিত হরিরামপুর প্রেসক্লাবের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয় খামেনিকে বাদশাহ সালমানের চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী

মিরপুরের পল্লবীতে গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতন করলো সাথী খাতুন

সিনিয়র সংবাদদাতা যারা হায়াৎ তথ্য ছবি ধারণের রাকিবুল হাসান
  • আপডেট টাইম : ০৪:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ২৬১ ৫০০০.০ বার পাঠক

গত ২৩ শে নভেম্বর রাতে গৃহকর্মী মরিয়মকে এলোপাতাড়ি মারধর করে প্রায় অজ্ঞান করে ফেলে।গৃহকর্মী মরিয়মের বয়স আনুমানিক ১৫ বছর। কোনরকম অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতে ২৬ শে নভেম্বর আবার এলোপাথারি মারধর করে শরীরে বিভিন্ন জায়গায় নীলা ফোলা যখন করে ছেলে গৃহ পরিচালিকা সাথী খাতুন বয়স আনুমানিক (৩০) ।

অস্বাভাবিকভাবে মার খেয়ে যখন আর সহ্য করতে পারে না মরিয়ম একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায় কাউকে কিছু না বলে। তখনই এলাকার মানুষের নজরে আসে মরিয়ম। অসুস্থ মরিয়মকে এলাকাবাসী এই অবস্থায় পেয়ে প্রথমে ওই গৃহ পরিচালক মঞ্জুর এলাহী সুজন এবং সাথী খাতুন দম্পতির এক প্রতিবেশীর বাসায় গৃহকর্মী মরিয়মকে নিয়ে তার প্রাথমিকভাবে বিস্তারিত জানে। এসব কিছু শুনে এলাকার কিছু ব্যক্তি সংবাদ কর্মীকে জানায়। খবর পেয়ে সংবাদ কর্মীরা মরিয়মের কাছে এলে জানতে পারে কি নির্মমভাবে অত্যাচার সহ্য করেছে ওই গৃহ পরিচালিকা সাথী খাতুনের। মূলত মরিয়মের কোন পরিবার থাকে না ঢাকাতে। মরিয়মকে তার পরিবারের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল একথা বলে সাথী খাতুনের ছোট্ট একটি তিন বছরের শিশু কে কোলে রাখার জন্য এবং তার দেখাশোনার জন্য। কিন্তু মরিয়মকে দিয়ে পুরো ঘরের কাজকর্ম করানো থেকে শুরু করে নির্যাতন পর্যন্ত করতো সাথী খাতুন। এত অমানবিক নির্যাতন হবার পরও মুখ বুজে শিশু মরিয়ম তার বাসায় কাজ করতো।

কিন্তু অত্যাচারের মাত্রা এতটা ভয়াবহ হয়ে গেছে সহ্য করতে না পেরে ঢাকা শহর কেউ না থাকা সত্ত্বেও সে বাসা থেকে বের হয়ে যায়।

মনজুর এলাহী সুজন ও সাথী খাতুন দম্পতির মতো শিক্ষিত সমাজে এই ধরনের অত্যাচারীদের বাসায় গৃহকর্মীরা কোনভাবেই সুরক্ষিত নয়।

পরে গণমাধ্যম কর্মীদের সহায়তায় রূপনগর থানায় এলে প্রাথমিক ভাবে ফারুক সহ আরো দুই তিন জন অফিসার কে পাঠায় মনজুর
এলাহি দুজন ও সাথী খাতুন দম্পতির বাসায়। পুলিশের সাথে যায় সংবাদ কর্মীও।

এরপর তাদের কথা এলোমেলো লাগলে থানায় আসতে বলেন,,

পরে পুরো ঘটনাটি শুনে

মামলা করা হবে জানিয়ে আশ্বাস দেয় রূপনগর থানার অফিসার ইনচার্জ মজিদ।

পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সাময়র কন্ঠে,,,

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মিরপুরের পল্লবীতে গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতন করলো সাথী খাতুন

আপডেট টাইম : ০৪:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

গত ২৩ শে নভেম্বর রাতে গৃহকর্মী মরিয়মকে এলোপাতাড়ি মারধর করে প্রায় অজ্ঞান করে ফেলে।গৃহকর্মী মরিয়মের বয়স আনুমানিক ১৫ বছর। কোনরকম অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতে ২৬ শে নভেম্বর আবার এলোপাথারি মারধর করে শরীরে বিভিন্ন জায়গায় নীলা ফোলা যখন করে ছেলে গৃহ পরিচালিকা সাথী খাতুন বয়স আনুমানিক (৩০) ।

অস্বাভাবিকভাবে মার খেয়ে যখন আর সহ্য করতে পারে না মরিয়ম একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায় কাউকে কিছু না বলে। তখনই এলাকার মানুষের নজরে আসে মরিয়ম। অসুস্থ মরিয়মকে এলাকাবাসী এই অবস্থায় পেয়ে প্রথমে ওই গৃহ পরিচালক মঞ্জুর এলাহী সুজন এবং সাথী খাতুন দম্পতির এক প্রতিবেশীর বাসায় গৃহকর্মী মরিয়মকে নিয়ে তার প্রাথমিকভাবে বিস্তারিত জানে। এসব কিছু শুনে এলাকার কিছু ব্যক্তি সংবাদ কর্মীকে জানায়। খবর পেয়ে সংবাদ কর্মীরা মরিয়মের কাছে এলে জানতে পারে কি নির্মমভাবে অত্যাচার সহ্য করেছে ওই গৃহ পরিচালিকা সাথী খাতুনের। মূলত মরিয়মের কোন পরিবার থাকে না ঢাকাতে। মরিয়মকে তার পরিবারের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল একথা বলে সাথী খাতুনের ছোট্ট একটি তিন বছরের শিশু কে কোলে রাখার জন্য এবং তার দেখাশোনার জন্য। কিন্তু মরিয়মকে দিয়ে পুরো ঘরের কাজকর্ম করানো থেকে শুরু করে নির্যাতন পর্যন্ত করতো সাথী খাতুন। এত অমানবিক নির্যাতন হবার পরও মুখ বুজে শিশু মরিয়ম তার বাসায় কাজ করতো।

কিন্তু অত্যাচারের মাত্রা এতটা ভয়াবহ হয়ে গেছে সহ্য করতে না পেরে ঢাকা শহর কেউ না থাকা সত্ত্বেও সে বাসা থেকে বের হয়ে যায়।

মনজুর এলাহী সুজন ও সাথী খাতুন দম্পতির মতো শিক্ষিত সমাজে এই ধরনের অত্যাচারীদের বাসায় গৃহকর্মীরা কোনভাবেই সুরক্ষিত নয়।

পরে গণমাধ্যম কর্মীদের সহায়তায় রূপনগর থানায় এলে প্রাথমিক ভাবে ফারুক সহ আরো দুই তিন জন অফিসার কে পাঠায় মনজুর
এলাহি দুজন ও সাথী খাতুন দম্পতির বাসায়। পুলিশের সাথে যায় সংবাদ কর্মীও।

এরপর তাদের কথা এলোমেলো লাগলে থানায় আসতে বলেন,,

পরে পুরো ঘটনাটি শুনে

মামলা করা হবে জানিয়ে আশ্বাস দেয় রূপনগর থানার অফিসার ইনচার্জ মজিদ।

পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সাময়র কন্ঠে,,,