নওগাঁর নিয়ামতপুরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় আদিবাসী বৃদ্ধ নিহত
- আপডেট টাইম : ১১:১০:১৬ পূর্বাহ্ণ, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
– নওগাঁর নিয়ামতপুরে আবুল হাসনাত (২৮) এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ সংবাদ পেয়ে নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত- আবুল হাসনাত (২৮), উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মনসুর রহমানের ছেলে। বর্তমানে নিয়ামতপুর উপজেলা সদরের বাবু বাজারে বসবাস করেন।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, ৩ নভেম্বর শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। সকালে বাড়ীর অন্যান্য সদস্য তার শয়ন কক্ষে দেখে যে, বৈদ্যুতিক পাখার সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলিয়ে আছে। সাথে সাথে থানায় সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে আরো জানা যায়, মৃত- আবুল হাসনাত বেশ কিছু দিন যাবত মানসিক ভাবে টেনশনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে ৩ নভেম্বর শুক্রবার বিকেলে ৪:১০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের জামুরহাট মোড়ে অটো ভ্যান ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ভ্যানে থাকা আরোহী কমল চন্দ্র রায় (৭২) ও মিঠন রায় (৪০) গুরুতর আহত হয়। তাদের সাথে সাথে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কমল চন্দ্র রায়কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে এবং মিঠন রায়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মৃত- কমল চন্দ্র রায় উপজেলার সদর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত- চন্দ্র রায়ের ছেলে এবং আহত একই গ্রামের মৃত- গতি রায়ের ছেলে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, নিহত কমল চন্দ্র রায়কে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অপর মিঠন রায়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। এখন পর্যন্ত থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।