হোমনায় আবারো ফিরে পেয়েছে মনিপুর বাজারের প্রাণ

- আপডেট টাইম : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ২৭০ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় প্রায় দীর্ঘ ত্রিশ বছর পর আবারো ফিরে পেয়েছে ঐতিহ্যবাহি মনিপুর বাজারের প্রাণ । হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহি বাজারটি। শত বছরের পুরনো এই মনিপুর বাজারটি। বাজারটি সপ্তাহে সাতদিন থাকতো তবে সপ্তাহের মধ্যে প্রতি বুধবার একদিন হাট থাকতো। প্রায় ত্রিশ বছর ধরে বন্ধ ছিলো সাপ্তাহিক বুধবারের হাটটি। বুধবার ১১ ই অক্টোবর থেকে আবারো প্রায় ত্রিশ বছর পর শুরু হয়েছে মনিপুর বাজারের সাপ্তাহিক হাটটি। এতে ফিরে পেয়েছে বাজারের প্রাণ। বাজার শুরু হওয়ার সাথে সাথে জমে উঠেছে মনিপুর বাজারটি। ছোটে আসছে দূর দূরান্ত থেকে মানুষ। বাজারটি আবারো জমানোর জন্য বাজারে বসানো হয়েছে গাউছিয়া নামক কাপড়ের হাট। এতে স্বল্প মূল্যে কাপড় ও মেয়েদের কসমেটিকস পাওয়ায় ভিড় করছে নারীরা। নারীদের পাশাপাশি স্বল্প মুল্যে পাওয়া যাচ্ছে ছেলেদের টি-শার্ট, প্যান্ট।
বাজারে গরীবদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ উন্নত মানের কাপড় পাচ্ছে কম দামে। কম দামে কাপড় ক্রয় করতে পেরে খুশি গরীব দুঃখী মানুষেরা। বাজারে উৎসাহিত হয়ে কেনাকাটা করার জন্য ছুটে আসছে উপজেলার মনিপুর, নারায়ণপুর,কালীপুর,ফতের কান্দি, কৃপারামপুর, কলাগাছিয়া, চান্দেরচর সহ আরও কয়েক গ্রামের মানুষ। স্বল্ল মূল্যে সব কিছু কেনাকাটা করতে পারে সন্তষ্ট এলাকাবাসী। আবার জমে উঠেছে ঐতিহ্যবাহি মনিপুর বাজারটি।
বাজার কমিটিরা জানায় সাপ্তাহিক বুধবার হাটটি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির মধ্যে পরে যায় বাজারে আসা কয়েক গ্রামের মানুষ। বাজার বন্ধ হয়ে যাওয়ায় কেনাকাটা করার জন্য দূর দূরান্তে যেতে হতো বাজারে আসা কয়েক গ্রামের মানুষ। তাই এলাকাবাসীর কষ্টের কথা চিন্তা করে পুনরায় বসানো হয়েছে মনিপুর বাজারের সাপ্তাহিক বুধবারের হাটটি। বাজারটির প্রথম দিনেই দেখা মিলেছে হাজার হাজার মানুষের ভিড়।