কমল নগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র বিক্ষোভ মিছিল
- আপডেট টাইম : ০১:৩২:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৩৩ ৫০০০.০ বার পাঠক
পুলিশের দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান সহ ৯ জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ নির্দেশ দেন। এর আগে দুপুর ১২টার দিকে আত্মসমর্পণ করার জন্য আদালতে আসেন হাছিবুর রহমান সহ ৯ জন নেতা কর্মী জামিন না মঞ্জুর করে তাঁদের কে কারাগারে নেওয়ার নির্দেশ দেন এই সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। সকাল থেকে দলীয় সমর্থকেরা সেখানে ভিড় করেন। এ সময় উত্তেজিত জনতা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন
এই সময়েউ আরো পস্থিত ছিলেন লক্ষীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন হাওলাদার কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহজাদুল রহমান সাজু ও
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাফর আহমদ বলেন হাসিবুর রহমান সহ সকল নেতাকর্মীর জামিন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।