আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোবিন্দগঞ্জের উপজেলার নাকাই হাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট টাইম : ০৭:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
গত: ৯ সেপ্টেম্বর ২০২৩
আগামী ২০২৪ সালে জানুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সরকার দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট প্রচার-প্রচারণা ও জনসংযোগে ব্যস্ত সময় বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নিরঙ্কুশ ভোট প্রদানের মাধ্যমে মানবতার মা, দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে জনগণের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন প্রধানঅতিথি ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান জননেতা আব্দুল লতিফ প্রধান। বিশেষঅতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক ভাঃ মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হান্নান আজাদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শালমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক,নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম সাজু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম,পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু,নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপন,নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,যুবলীগ নেতা মিজানুর রহমান সোহাগ,রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক টাজু সরকার,যুগ্ম আহবায়কক শফিউল আলম হিরু,নাকাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সন্ধান,যুগ্ম আহবায়ক ওয়াহেদুন্নবী,আল আমিন সহ নেতৃবৃন্দ।