শোককে শক্তিতে পরিণত করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রস্তুত পটুয়াখালী- ৩ বিএনপি
- আপডেট টাইম : ০৯:১৬:৫৭ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০২৩
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
পটুয়াখালী প্রতিনিধ: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রস্তুত পটুয়াখালী- ৩ এর বিএনপি নেতা কর্মীরা।যদিও এখানে আওয়ামী লীগের জয়ের পাল্লায় বেশি ভারী।এ আসনটি আওয়ামী লীগের আখড়া বলে পরিচিত কেউ কেউ আবার তুলনা করেন গোপালগঞ্জের সাথে।তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আসনটি দখলে নেবেন বিএনপি।আওয়ামী লীগের আধিপত্যকে হটিয়ে নিজেদের আধিপত্য বিস্তারে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা।এমনটাই জানালেন পটুয়াখালী-৩ তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীরা আরো বলেন দ্বাদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে মাঠে যে নেতাকে পাশে পাওয়া যায় তাকেই বেছে নেবে বিএনপি নেতৃবৃন্দ।বিএনপি’র নেতৃবৃন্দ আরো বলেন তিলে তিলে এ আসনটি গড়ে তুলেছেন বিএনপির জন্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহীদ শাজাহান খান।গত ১০ ডিসেম্বর বরিশাল মহাসমাবেশে যোগ দিতে আসার পথে শাজাহান খানের উপর হামলা চালায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা এর কয়েকদিন পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শাজাহান খানের মৃত্যু হয়।তিনি পটুয়াখালী তিনের গণমানুষের নেতা বলে পরিচিত ছিলেন দায়িত্ব পালন করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ও।সব সময় সাধারণ মানুষের সাথে তার সখ্যতা ছিল তার প্রমাণই যেন তার পৃথক পৃথক চারটি জানাযার নামাজে লক্ষাধিক সাধারণ জনগণের উপস্থিতি।তাই তার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি তৃণমূল নেতা কর্মীরা বলে জানান।আসনটিতে দ্বাদশ নির্বাচনে বিএনপি’র যে সকল নেতা সবচেয়ে বেশি আলোচনায় আছেন, সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব সাধারণ খানের উত্তরসূরী পটুয়াখালী জেলা যুবদলের
(ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) শিপলু খান,গোলাম মাওলা রনি,আলতাফ খান, গোলাম মোস্তফা, ও হাসান মামুন।
মনোনয়ন এবং নির্বাচন প্রসঙ্গে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবলু খান বলেন নিরপেক্ষ সরকারের অধীনে হলে নির্বাচনে অংশ নেব ও মনোনয়ন চাইব।এই মুহূর্তে সবচেয়ে বেশি সংকট ময় বেগম জিয়ার মুক্তি ও গণমানুষের দাবি নিরপেক্ষ সরকার তাতেই বেশি মনোযোগী আমরা মনোনয়ন নিয়ে নয়।দলের প্রয়োজনে আমি সবসময় প্রস্তুত।আমার বাবা রাজপথে জীবন দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার পথে।আমি তার সন্তান হিসেবে তার আদর্শ বুকে লালন করে দলের প্রয়োজনে সবসময় প্রস্তুত থাকি।
বিশেষজ্ঞরা জানান-সময়ের পালা বদলে এমপি হবেন কে এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহের কমতি নেই।নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে আলোচনায় আছে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছে বিএনপির মনোনয়ন এ প্রশ্নই ঘুরে ঘুরে আলোচনা তুঙ্গে।