একনেকে অনুমোদন পেলো ১৪ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প।প্রধানমন্ত্রী
- আপডেট টাইম : ০৪:৩১:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
- / ৯৭ ৫০০০.০ বার পাঠক
একনেকে অনুমোদন পেলো ১৪ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প
সংগ্রাম অনলাইন: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৭৭ কোটি টাকার ২৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলো মধ্যে ৫টির সময় বাড়ানো হয়েছে। বাকি ১৩টি নতুন ও ৭ পুরানো প্রকল্প।
সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন,
অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতির হার নিয়ে উদ্বেগ জানিয়ে সরকার প্রধান তা কমানোর কৌশল নিয়ে কাজ করার নির্দেশ দেন। তাছাড়া আমলাদের কাজ নিয়েও সন্তোষ জানান তিনি।
কল্যাণমূলক রাষ্ট্রের চিন্তায় পেনশন স্কিম চালু করা হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।