যশোরের কেশবপুরে সন্ত্রাসীদের হামলায় বাসুদেব দাস নামের এক ব্যক্তি আহতো
- আপডেট টাইম : ০৩:৫২:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০২৩
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
সূূএ তথ্য মতে জানান – বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার তিন নং মজিদপুর ইউনিয়নের দেউলী গ্রামের বাসুদেব দাসের উপর সন্ত্রাসী’রা চাঁদা’র জন্যয় গত ১০-৮-২০২৩ইং তারিখে – আনুমানিক ভোর ৪ টা ৪৫ মিনিটে হামলা চালায়। সন্ত্রাসী সজীব গ্রুপের লিডার সজীব দাস, পিতা – নির্মল দাস, উক্ত সন্ত্রাসী হামলা চালায় সজীব তাঁর লোকজন নিয়ে, ভোর বেলায় বাসুদেবের রুমে ঢুকে বাসুদেব এঁর কাছে তিন লক্ষ টাকা দাবি করে অস্ত্রের ভয় দেখিয়ে, টাকা দিতে অস্বীকৃতি জানালে সজীব বাহিনী তাঁর উপর হামলা চালায়। উক্ত হামলায় বাসুদেব চরমভাবে আহতো হয়, পরবর্তীতে বাসুদেবের অবস্থা গুরুতরো দেখে বাসুদেবকে যশোর থেকে খুলনা সিটির গাজী মেডিকেলে ট্রান্সফার করা হয়, সেখানেও গুরুতর অবস্থা দেখে ডাক্তাররা বাসুদেব কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় – বর্তমান পরিস্থিতিতে বাসুদেবের উপর হামলাকারী সজীব বাহিনীর লিডার সজীবকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বাসুদেবের সঠিক বিচার পাইয়েদেয়ার অনুরোধ জানান যশোর জেলা পুলিশের প্রতি – যশোরের সুশীল সমাজ।