ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ ৬জন আসামী গ্রেপ্তার শান্তি নিবিড় সেবা ফাউন্ডেশন ও শান্তি নিবিড় পাঠাগার এর পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হলো পাথরঘাটায় শূন্য থেকে কোটিপতি ফ্রিল্যান্সার বেলাল হোসেন, করছেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সড়কে ঝরলো যুবকের প্রান ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গত শুক্রবার (২৬ এপ্রিল) আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রামে ১১৫ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ।। বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যে খেলায় অনেক কুস্তি অংশগ্রহণ করেন জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনার নতুন দুয়ার ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া আখানগর ইসতিসকার নামাজে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে দোয়া

প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন লামার অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে

লামার পাহাড়ে অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য নিদর্শন। ঝিরি, ঝর্ণা ও পাহাড়ে বাকেঁ বাঁকে ছোট ছোট কটেজ ঘর বা পাহাড়ী ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাচার ঘরে আদলে তৈরি রির্সোট বিভিন্ন কারুকাজ সজ্জিত দেখতে অনেক সুন্দর। এটি উদ্বোধন করা হয়েছে প্রায় ছয় আগে তখন থেকে দর্শনার্থীদের বিচরণ। পাশাপাশি বিশেষ আকর্ষণ বর্ষা মৌসুমে নুনারঝিরি ঝর্ণা হতে প্রবাহিতা দেখতে অনেক দর্শনার্থীর সমাগম হয়।

মঙ্গলবার +২৫ এপ্রিল,২০২৩ ইং,) সকাল থেকে সারাদিন সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায়, সকালে রাতযাপন করা কক্সবাজার থেকে আসা আট যুবক প্রস্থান করতে দেখা যায়, তাদের দললিডার মোঃ তামিম বলেন, আমরা এটির ভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এখানে আসি, আর এখানে এসে বাস্তব চিত্র দেখি, আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভাল লাগল।

এছাড়াও বিকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ পরিবারসহ দর্শন করতে আসেন, সাথে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন পরিবারসহ। বিভিন্ন শ্রেণির বয়সের মানুষ দর্শণ করতে দেখা যায়। যান্ত্রিক শহরের মধ্যে নিরবে নিভৃতে আপন মনে নিশ্চয়ই সময় কাঠানো যায়।

প্রসংগত, এটি লামা পৌর শহর হতে দক্ষিণ দিকে ২ কিলোমিটার দুরে লামা সরকারি মাতামুহুরী কলেজ। সেখান থেকে পশ্চিম দিকে বাই রাস্তা হয়ে নুনারঝিরি এলাকা প্রায় ১.৪ কিলোমিটার ভিতরে একটু উচুঁ পাহাড়ে গিয়ে দেখতে পাবেন প্রকৃতি যেভাবে আসে সেটি একটু সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টে গুলো। যাতায়াতের মাধ্যম গুলো হল অনন্য রির্সোট এর নিজস্ব চাঁদের গাড়ি,বা মোটর বাইক,সিএনজি, মাহিন্দ্রা।

খুব সহজে অনায়াসে নির্ভয়ে আসা-যাওয়া করা যাবে কারণ মূল গন্তব্য এ যাওয়া আগে নুনারঝিরি এলাকা জনবসতিহীন এলাকা। তাদের গাইড বা স্টাফ, নিরাপত্তা কর্মী সবসময় রয়েছে।

দেখতে আসা প্রেমানন্দ বড়ুয়া ও সায়েদ বলেন, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের ভূ-সর্গের নির্সগীয় লীলা নিকেতন লামার অনন্য নিদর্শন রির্সোট পর্যটন শিল্পের নতুনমাত্রা এবং এটি ভ্রমণ পিপাসুদের মনের খোরাক জোগাচ্ছে।

অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে এর সত্ত্বাধিকারী ডাঃ নুর মোহাম্মদ জানান, এটি প্রকৃতিকে আরও সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টেসহ তৈরি করা হয়েছে। এখানে আসলে সবার ভাল লাগবে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ ৬জন আসামী গ্রেপ্তার

প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন লামার অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে

আপডেট টাইম : ০৫:২৯:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

লামার পাহাড়ে অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য নিদর্শন। ঝিরি, ঝর্ণা ও পাহাড়ে বাকেঁ বাঁকে ছোট ছোট কটেজ ঘর বা পাহাড়ী ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাচার ঘরে আদলে তৈরি রির্সোট বিভিন্ন কারুকাজ সজ্জিত দেখতে অনেক সুন্দর। এটি উদ্বোধন করা হয়েছে প্রায় ছয় আগে তখন থেকে দর্শনার্থীদের বিচরণ। পাশাপাশি বিশেষ আকর্ষণ বর্ষা মৌসুমে নুনারঝিরি ঝর্ণা হতে প্রবাহিতা দেখতে অনেক দর্শনার্থীর সমাগম হয়।

মঙ্গলবার +২৫ এপ্রিল,২০২৩ ইং,) সকাল থেকে সারাদিন সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায়, সকালে রাতযাপন করা কক্সবাজার থেকে আসা আট যুবক প্রস্থান করতে দেখা যায়, তাদের দললিডার মোঃ তামিম বলেন, আমরা এটির ভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এখানে আসি, আর এখানে এসে বাস্তব চিত্র দেখি, আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভাল লাগল।

এছাড়াও বিকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ পরিবারসহ দর্শন করতে আসেন, সাথে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন পরিবারসহ। বিভিন্ন শ্রেণির বয়সের মানুষ দর্শণ করতে দেখা যায়। যান্ত্রিক শহরের মধ্যে নিরবে নিভৃতে আপন মনে নিশ্চয়ই সময় কাঠানো যায়।

প্রসংগত, এটি লামা পৌর শহর হতে দক্ষিণ দিকে ২ কিলোমিটার দুরে লামা সরকারি মাতামুহুরী কলেজ। সেখান থেকে পশ্চিম দিকে বাই রাস্তা হয়ে নুনারঝিরি এলাকা প্রায় ১.৪ কিলোমিটার ভিতরে একটু উচুঁ পাহাড়ে গিয়ে দেখতে পাবেন প্রকৃতি যেভাবে আসে সেটি একটু সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টে গুলো। যাতায়াতের মাধ্যম গুলো হল অনন্য রির্সোট এর নিজস্ব চাঁদের গাড়ি,বা মোটর বাইক,সিএনজি, মাহিন্দ্রা।

খুব সহজে অনায়াসে নির্ভয়ে আসা-যাওয়া করা যাবে কারণ মূল গন্তব্য এ যাওয়া আগে নুনারঝিরি এলাকা জনবসতিহীন এলাকা। তাদের গাইড বা স্টাফ, নিরাপত্তা কর্মী সবসময় রয়েছে।

দেখতে আসা প্রেমানন্দ বড়ুয়া ও সায়েদ বলেন, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের ভূ-সর্গের নির্সগীয় লীলা নিকেতন লামার অনন্য নিদর্শন রির্সোট পর্যটন শিল্পের নতুনমাত্রা এবং এটি ভ্রমণ পিপাসুদের মনের খোরাক জোগাচ্ছে।

অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে এর সত্ত্বাধিকারী ডাঃ নুর মোহাম্মদ জানান, এটি প্রকৃতিকে আরও সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টেসহ তৈরি করা হয়েছে। এখানে আসলে সবার ভাল লাগবে।