খুলনা মহানগরে মানব বন্ধন কর্মসূচি
- আপডেট টাইম : ০৪:২১:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষিন উপকরণ -শিক্ষা উপকরণ সহ দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে এবং সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীর মুক্তি সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা জেলা ও খুলনা মহানগর বিএনপি, আয়োজিত মানববন্ধন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে হলে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোন বিকল্প নেই এবং এই নতুন নির্বাচনের আগে মানুষের চাল, ডাল ,তেল, কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আনতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এ্যাড.নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি।