গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৭৬ ৫০০০.০ বার পাঠক
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্্যালী এবং বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জিএমপি এর সম্মানিত সভানেত্রী জনাব সারমিন আক্তার। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের নারী দিবস পালিত হয়।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব সহ বৈশ্বিক অগ্রগতিতে নারীদের ভূমিকা অসীম। কাজেই সকল ক্ষেত্রে নারীদের অবদানকে স্বীকার করতে হবে। নারীর প্রতি এখনো আমাদের সমাজে প্রাচীনকালের মত অনেক বৈষম্য বিদ্যমান। এসব বৈষম্য নিরশনে আমাদের সকলকে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীকে তার যোগ্য সম্মানটুকু প্রদান করতে হবে। এ সময় তিনি নারীকে মানুষ হিসেবে দেখার এবং নারীর প্রতি বৈষ।