ভৈরবে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট টাইম : ০২:০৯:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৪৬ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ ভৈরবে সুনামধন্য মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে ৩৩তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার চন্ডিবের এলাকার ঐতিহ্যবাহী ওই মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরুতে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানজিং কমিটি সভাপতি, ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু। বিশেষ অতিথি হিসেবে ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ, মোঃ সেলিম খান,
সাবেক রাষ্টপ্রতি জিল্লুর রহমানের এপিএস সাখাওয়াত হোসেন মোল্লা,
ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,দপ্তর সম্পাদক হাজী ফরহাদ আহমেদ, ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ।
ভৈরব পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলার হাজী মোমেন মিয়া,সাধারণ সম্পাদক শাহেদ আলী, আওয়ামীলীগ নেতা মিষ্টু মিয়া, ভৈরব ইসমাইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী ইসমাইল মিয়া, আওয়ামীলীগের সকল সংগঠনের নেতাকর্মী, অত্র বিদ্যালয়ের প্রধান আঃ ছাদেক শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
শিক্ষক তারেক আহমেদের সঞ্চলনায়
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।