গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট গ্রেফতার ২৭ জন
- আপডেট টাইম : ০১:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১২৬ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধার অভিযানে ৫৩ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৯১০ টাকা, ০১ টি পুরাতন প্রাইভেট কার সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
দস্যুতা সংঘটনের অপরাধে ০১ টি চাপাতি, ০১ টি চাকু, ০১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা সহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে ০১ টি স্বর্ন সদৃশ ধাতব টুকরা, ০১ টি ভুয়া চিরকুট সহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ২৭ জন,মোট উদ্ধারঃ ৫৩ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৯১০ টাকা, ০১ টি পুরাতন প্রাইভেট কার,০১ টি চাপাতি, ০১ টি চাকু, ০১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০১ টি স্বর্ন সদৃশ ধাতব টুকরা, ০১ টি ভুয়া চিরকুট।
পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।