সাভারে ইটের ভাটায় অভিযান
- আপডেট টাইম : ১২:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
মহামান্য হাই কোর্টের নির্দেশ অনুযায়ি পরিবেশের ছাড়পত্র না থাকায় সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়ায় দুটি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৮ শে ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া থানা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন,শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় পি এম এস ব্রিকস এবং পি বি সি ব্রিকস এর মালিকগণ দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুত করে বাজারজাত করে আসছিলো।
পরে আজ বিকেলে ওই অবৈধ ইট ভাটা দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ ছাড়পত্র না থাকায় ও পরিবেশ দুষণের অভিযোগে পি এম এস ব্রিকস এর মালিক মোঃ ফারুক হোসেন ও পি বি সি ব্রিকস এর মালিক মোঃ মোসলেম মন্ডলকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা জরিমনা করা হয়, অনাদায়ে ছয় মাসের জেলের সাজা শোনান ভ্রাম্যমাণ আদালত।
এসময় পি বি সি ব্রিকস এর মালিক জরিমানার টাকা পরিশোধ করে কিন্তু পি এম এস ব্রিকস এর মালিক জরিমানার টাকা পরিশোধ করতে না পাড়ায় ভাটার ম্যানেজার রাকিবুল হাসানকে ছয় মাসের জেল প্রদান করা হয়।
এ সময় অভিযানে পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।