তারাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট টাইম : ১০:০০:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৪৬ ৫০০০.০ বার পাঠক
সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছ। একুশের প্রথম প্রহরে রাত্রি ১২ টা ১ মিনিটে তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৫২‘র ভাষা আন্দোলনে আত্ম বলিদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ও উপজেলা নির্বাহি অফিসার রাসেল মিয়া ।
উপজেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ধারাবাহিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন- তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও হাই ওয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদসহ দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ তারাগঞ্জ উপজেলা শাখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও দলীয় সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখা, উপজেলা প্রেসক্লাব তারাগঞ্জ, তারাগঞ্জ প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দসহ সার্বজনীন অংশগ্রহনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।