আশুগঞ্জ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল ও ০৭ গ্রাম হেরোইন পাচারকালে ০২ মাদক কারবারি আটক

- আপডেট টাইম : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ২২৫ ৫০০০.০ বার পাঠক
তারিখ-২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৬৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০৭ গ্রাম হেরোইন পাচারকালে ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
২০ ফেব্রæয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন শরীয়তনগর সাকিনস্থ পুরাতন ফেরীঘাট এলকায় রতন মিয়ার ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রতন মিয়া(৪৫), পিতা-বাদল মিয়া, সাং-শরীয়ত নগর, ২। মোঃ রাসেল মিয়া(৪০), পিতা-মুমিনুল হক, সাং-চরচারতলা, উভয় থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মনবাড়িয়াদ্বয়কে আটক করে। এসময় ধৃত আসামী রতন মিয়ার গৃহ তাল্লাশী করে (ক) ৬৬ (ছেষট্টি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, (খ) ০৭ (সাত) গ্রাম হেরোইন ও (ঘ) মাদক বিক্রয়ের নগদ ৪৭,০০০/- হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল ও হেরোইন দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।