ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
সড়কে ঝরলো যুবকের প্রান ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গত শুক্রবার (২৬ এপ্রিল) আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রামে ১১৫ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ।। বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যে খেলায় অনেক কুস্তি অংশগ্রহণ করেন জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনার নতুন দুয়ার ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া আখানগর ইসতিসকার নামাজে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে দোয়া গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ভূমি দখলের পায়তারা

সূত্র তথ্য মতে জানান-বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার-১৬ নং ধামগড় ইউনিয়নের-মুকসাইর গ্রামে ভূমি দখলের চেষ্টা করছে-একদল সন্ত্রাসী বাহিনী।

তথ্য মতে আরো জানা যায়-মুকসাইর গ্রামের-মনা মিয়া,মারা যাওয়ার পরবর্তীতে-তাঁর ৫ জন সন্তান,তাঁর ভূমির মালিক হন।এর মধ্যে-দুই পুএ সন্তান তাদের সম্পওি বিক্রি করে দেয়,আর তিন মেয়ে-তাদের ছোট ভাই কবিরের-দুই ছেলে-ইমন ও ইমরানের নামে সাড়ে তিন শতক ভূমি লিখে দেন-রেজিষ্টি করে-১৮/০১/২১ ইং তারিখে।যে ভূমির দাগ নং-৩৫২,৫৫৯। খতিয়ান নং-আর এস-১২৩,বি এস-১০৭।

কিন্তু ভূমি রেজিষ্টি হওয়ার পর-উক্ত সাড়ে তিন শতক ভূমি বুঝে নেয়ার জন্য-ইমন ও ইমরান এর মাতা-কুলসুম উক্ত ভূমির কাছে গেলে-কতিপয় কয়েক জন সন্ত্রাস-কুলসুমের উপর হামলা চালিয়ে,তাঁকে আহত করে,ও শারিরিক নির্যাতন করে।পরবর্তীতে কুলসুম বাদী হয়ে মামলা করলে-আসামীরা কিছুদিন জেলে থাকে,জেল থেকে বের হয়ে এসে-পুনরায় তাঁরা কুলসুমকে হুমকি দেয় প্রানে মেরে ফেলার।

এলাকা বাসী বলেন-ভাই,কাগজ যার জমি তাঁর,সরকার নতুন আইন করেছে,আর এ আইন অমান্য করে-ভূমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতকারীরা।

উক্ত সব দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে অসহায়-ইমন ও ইমরানের ভূমি ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান-কুমিল্লা সুশীল সমাজ-কুমিল্লা জেলা পুলিশের প্রতি।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়কে ঝরলো যুবকের প্রান

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ভূমি দখলের পায়তারা

আপডেট টাইম : ১২:২৫:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩

সূত্র তথ্য মতে জানান-বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার-১৬ নং ধামগড় ইউনিয়নের-মুকসাইর গ্রামে ভূমি দখলের চেষ্টা করছে-একদল সন্ত্রাসী বাহিনী।

তথ্য মতে আরো জানা যায়-মুকসাইর গ্রামের-মনা মিয়া,মারা যাওয়ার পরবর্তীতে-তাঁর ৫ জন সন্তান,তাঁর ভূমির মালিক হন।এর মধ্যে-দুই পুএ সন্তান তাদের সম্পওি বিক্রি করে দেয়,আর তিন মেয়ে-তাদের ছোট ভাই কবিরের-দুই ছেলে-ইমন ও ইমরানের নামে সাড়ে তিন শতক ভূমি লিখে দেন-রেজিষ্টি করে-১৮/০১/২১ ইং তারিখে।যে ভূমির দাগ নং-৩৫২,৫৫৯। খতিয়ান নং-আর এস-১২৩,বি এস-১০৭।

কিন্তু ভূমি রেজিষ্টি হওয়ার পর-উক্ত সাড়ে তিন শতক ভূমি বুঝে নেয়ার জন্য-ইমন ও ইমরান এর মাতা-কুলসুম উক্ত ভূমির কাছে গেলে-কতিপয় কয়েক জন সন্ত্রাস-কুলসুমের উপর হামলা চালিয়ে,তাঁকে আহত করে,ও শারিরিক নির্যাতন করে।পরবর্তীতে কুলসুম বাদী হয়ে মামলা করলে-আসামীরা কিছুদিন জেলে থাকে,জেল থেকে বের হয়ে এসে-পুনরায় তাঁরা কুলসুমকে হুমকি দেয় প্রানে মেরে ফেলার।

এলাকা বাসী বলেন-ভাই,কাগজ যার জমি তাঁর,সরকার নতুন আইন করেছে,আর এ আইন অমান্য করে-ভূমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতকারীরা।

উক্ত সব দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে অসহায়-ইমন ও ইমরানের ভূমি ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান-কুমিল্লা সুশীল সমাজ-কুমিল্লা জেলা পুলিশের প্রতি।