গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট

- আপডেট টাইম : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের শ্রী রথীন্দ্রনাথ দাসের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এজাহার সূত্রে জানা য়ায় গোবিন্দগঞ্জ থানার বানেশ্বর মৌর্জার শ্রী রথীন্দ্রনাথ সারে তিন শতক জায়গা কিনে বসতবাড়ি করিলে উক্ত মৌর্জার বিবাদি ১ শ্রী গৌতম চন্দ্র (৪৫) ২ শ্রী উত্তম চন্দ্র (২৭) সহ অগ্যতনামা আরও পাঁচ সাত জন সহ আমার কবলাকৃত জমি মিথ্য মালিকানা দাবি করিয়া গত মঙ্গলবার ৩১/০১/২৩ ইং তারিখে সন্ধা আনুমানিক সাত ঘটিকায় বিবাদিগন লাঠি কুরাল সাবোল লোহার রড ইত্যাদি দেশিও অস্রে সস্রে সর্জিত হয়ে ব্যয়ানি ভাবে দলবদ্ধ হয়ে আমার বসত বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার সময় আমি বাধা দিতে গেলে বিবাদীগন খিপ্ত হয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রংঙ্গে ছেলা ফোলা ও জখম করে। এ সুযোগে বিবাদীগন টিনের বেড়া ও চালা বিশিষ্ট ঘর বাড়ি মালামাল কোপাইয়া চোটাইয়া কাটিয়া, ভাংচুর করিয়া আনুমানিক (১,৫০,০০০) হাজার টাকার ক্ষতি সাধন করে। বিবাদীগন যাওয়ার সময় আমার ঘরে ষ্টিলের বাক্রে রক্ষিত ওয়ার্কসপ ব্যবসার বিভিন্ন নোটের ১,০০,০০০/- টাকা ১ও ২ নং বিবাদী চুরির উদ্দেশ্যে বাহির করিয়া নিয়া আমাকে উদ্দেশ্যে করিয়া বিভিন্ন রকম ভয় ভিতী হুমকি দিয়া চলিয়া য়ায়। উক্ত ঘটনায় শ্রী রথীন্দ্রনাথ দাস বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।