ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী। পাকুন্দিয়া উপজেলার পাটুয়াবাঙ্গা দর্গাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের পথসভা ও গণসংযোগ জামালপুরে হাত পাখা শিল্পের প্রসার পুলিশ স্ত্রীর দাপটে বেপরোয়া জালাল উদ্দিন সাগর, সাইবার ট্রাইব্যুনালে মামলা মোংলায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজা সহ ১ আসামী গ্রেফতার সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ ফুলবাড়ীতে মহান মে দিবস পালিত মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন ভারতের যৌন কর্মীদের শ্রমিকের অধিকার চায়, সাথে নিরাপত্তা ও সামাজিক ন্যায়।

আশুলিয়ায় জনতার হাতে গণধোলাই পুলিশ

আশুলিয়ায় জনতার হাতে গণধোলাই পুলিশ কর্মকর্তা,আশুলিয়ার ডি ইপি জেড ট্রাফিক পুলিশ বক্স এর এস আই জনগনের হাতে গণধোলাই,গণপিটুনির সময় তার সহযোগী শিল্প পুলিশের নায়েক রেকার ড্রাইভার আশরাফ পালিয়ে যেতে সক্ষম হলেও, গণধোলাই এর শিকার হয়েছেন হেলাল উদ্দিন।পুলিশের উপরে এ নির্মম হামলার ঘটনাটি ঘটে গত২৩-০১-২৩ ইং সোমবার বিকালে।জানা যায় এস আই হেলাল উদ্দিন ও শিল্প পুলিশের নায়েক আশরাফ একজন হতদরিদ্র অটোরিকশা চালক এর কাছে ২ হাজার টাকা চাঁদা দাবী করেন।চালক নাজিমুল চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করে চলে যেতে চাইলে তাঁর পিছনে ধাওয়া করেন এস আই হেলাল উদ্দিন এবং হেলাল উদ্দিনের হাতে থাকা ওয়ারলেস দিয়ে সজোরে আঘাত করে চালক নাজিমুলের কপালে,ওয়ারলেস এর আঘাতেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরেন হতদরিদ্র রিকশাচালক নাজিমুল।পুলিশের এমন জঘন্যতম অত্যাচারে ক্ষুব্ধ হয়ে রোডে থাকা আমজনতা শ্রীপুর বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করেন,পরে রপ্তানি ডি ইপিজেড’র সামনে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন, এক পর্যায়ে এস আই হেলাল উদ্দিন কে টেনেহিঁচড়ে গণপিটুনি দেন সাধারণ জননগনে।স্থানীয় রিকশাওয়ালাদের দাবি শিল্প পুলিশের নায়েক আশরাফ অটো ভ্যান চালকদের কাছে মাসোহারা বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। মাসোহারার টাকা না দিলে রেকার বিলের ভয়ভীতি প্রদর্শন করেন।এসময় উত্তেজনা মুলক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশুলিয়া থানা পুলিশের তিনটি ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন।ট্রাফিক পুলিশের এস আই হেলাল উদ্দিন ও শিল্প পুলিশের নায়েক রেকার ড্রাইভার আশরাফের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে এস আই হেলাল উদ্দিন চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন,তবে রিকশা চালকের আঘাত করেছেন তিনি স্বীকার করেন।উক্ত বিষয়ে কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে সাভার জোনের ট্রাফিক এডমিন আব্দুস সালাম কিছু জানেন না বলে জানান এবং উক্ত বিষয়ে জানতে আশুলিয়া থানায় যোগাযোগ করার কথা বলেন।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী।

আশুলিয়ায় জনতার হাতে গণধোলাই পুলিশ

আপডেট টাইম : ০৯:০৫:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

আশুলিয়ায় জনতার হাতে গণধোলাই পুলিশ কর্মকর্তা,আশুলিয়ার ডি ইপি জেড ট্রাফিক পুলিশ বক্স এর এস আই জনগনের হাতে গণধোলাই,গণপিটুনির সময় তার সহযোগী শিল্প পুলিশের নায়েক রেকার ড্রাইভার আশরাফ পালিয়ে যেতে সক্ষম হলেও, গণধোলাই এর শিকার হয়েছেন হেলাল উদ্দিন।পুলিশের উপরে এ নির্মম হামলার ঘটনাটি ঘটে গত২৩-০১-২৩ ইং সোমবার বিকালে।জানা যায় এস আই হেলাল উদ্দিন ও শিল্প পুলিশের নায়েক আশরাফ একজন হতদরিদ্র অটোরিকশা চালক এর কাছে ২ হাজার টাকা চাঁদা দাবী করেন।চালক নাজিমুল চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করে চলে যেতে চাইলে তাঁর পিছনে ধাওয়া করেন এস আই হেলাল উদ্দিন এবং হেলাল উদ্দিনের হাতে থাকা ওয়ারলেস দিয়ে সজোরে আঘাত করে চালক নাজিমুলের কপালে,ওয়ারলেস এর আঘাতেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরেন হতদরিদ্র রিকশাচালক নাজিমুল।পুলিশের এমন জঘন্যতম অত্যাচারে ক্ষুব্ধ হয়ে রোডে থাকা আমজনতা শ্রীপুর বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করেন,পরে রপ্তানি ডি ইপিজেড’র সামনে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন, এক পর্যায়ে এস আই হেলাল উদ্দিন কে টেনেহিঁচড়ে গণপিটুনি দেন সাধারণ জননগনে।স্থানীয় রিকশাওয়ালাদের দাবি শিল্প পুলিশের নায়েক আশরাফ অটো ভ্যান চালকদের কাছে মাসোহারা বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। মাসোহারার টাকা না দিলে রেকার বিলের ভয়ভীতি প্রদর্শন করেন।এসময় উত্তেজনা মুলক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশুলিয়া থানা পুলিশের তিনটি ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন।ট্রাফিক পুলিশের এস আই হেলাল উদ্দিন ও শিল্প পুলিশের নায়েক রেকার ড্রাইভার আশরাফের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে এস আই হেলাল উদ্দিন চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন,তবে রিকশা চালকের আঘাত করেছেন তিনি স্বীকার করেন।উক্ত বিষয়ে কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে সাভার জোনের ট্রাফিক এডমিন আব্দুস সালাম কিছু জানেন না বলে জানান এবং উক্ত বিষয়ে জানতে আশুলিয়া থানায় যোগাযোগ করার কথা বলেন।