পীরগঞ্জে আরইবি চেয়ারম্যানের উদ্যগে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরন

- আপডেট টাইম : ০৯:৫৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৮২ ১৫০০০.০ বার পাঠক
রংপুরের পীরগঞ্জে প্রধাপনমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্পের শীর্তাত বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বোর্ডের চেয়ারম্যান।
গত শনিবার বিকেলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হরিণশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিণশিং ও সমশের পাড়া ও রায়পুর আশ্রয়ণ প্রকল্প বসবাসরত বাসিন্দাদের মাঝে ওই শীতবস্ত্র বিতরন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাং সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক আনোয়ার হোসেন, রংপুর জোনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী সৈয়দ নিয়াজ মোহাম্মদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, পীরগঞ্জ সাব-জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান প্রমূখ। জানাগেছে, বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগনের নিজস্ব অর্থায়ন থেকে উত্তর অঞ্চলের গাইবান্ধা ও রংপুর জেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরনের অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ওই শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।