সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের চট্টগ্রামের চকরিয়া থানার ২০০ গজ পশ্চিমে বৈদ্য রাজিবের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ
দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান ক্রাইম রিপোর্ট-
- আপডেট টাইম : ০৫:৩৮:১৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩
- / ১৮০ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের চট্টগ্রাম জেলায়-বৈধ্য,নেসারা,কামরাখাংর অত্যাচারে মানুষ অতিষ্ঠ,লিফলেট বিতরণ করে,মিডিয়ায়-মোবাইল নাম্বার দিয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে পার্সেল পাঠাবে বলে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার কাহিনী ঘটছে দেশে,সূত্র আরো জানান-চট্টগ্রামের চকরিয়া থানার ২০০ গজ পশ্চিমে-
রাজিব নামের এক বৈদ্যর নির্যাতনে এলাকার কয়েক পরিবার ঘর ছাড়া,কিন্তু পাশেই এস পি কার্যালয়-বৈদ্য রাজীবের নামে নারী ঘঠীত অভিযোগ ও পাওয়া গেছে,এলাকাবাসী জানান-চকরিয়ায় আন্দোলন চলছে-বৈদ্য রাজীবকে গ্রেফতার করে দ্রুত সাজা প্রদান করে- শান্তি ফিরিয়ে আনা দরকার চকরিয়ায়।
আরো খবর.......