ঠাকুরগাঁওয়ে খাস জমি শর্তভঙ্গ করে বিক্রি করার অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের চিঠি

- আপডেট টাইম : ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৬০ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে শর্ত ভঙ্গ করে বন্দোবস্তকৃত খাস জমি রাণীশংকেল উপজেলার দূর্লভপুর গ্রামের সরিফা বেওয়া একই গ্রামের সফিজ উদ্দীন পচকুটর নিকট রেজিস্ট্রিমূলে বিক্রি করে । সফিজ উন্নীন জমিটিতে খাস জমিতে পুকুর খনন করে,যাহা সরকারি খাস জমি বন্দোবস্তের আইন পরিপন্থি। এই বিষয়টি এলাকার জনসাধারণের নজরে আসলে ওই এলাকার বাসিন্দা হাসিবুল রহমান স্থানীয় ভূমি অফিস ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনটি ভূমি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নিষ্টি গোচর হয়। তিনি এটিকে আমলে নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মহোদয়কে সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটি চিঠি দেন এবং যার অনুলিপি হাসিবুল রহমানো পায়।
ঠাকুরগাঁওয়ে অগ্রণী এজেন্টের শীতবস্ত্র বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে অগ্রণী এজেন্ট লিমিটেড এর উদ্যোগে ঠাকুরগাঁও অফিসে গতকাল সকালে অসহায় ও দারিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ওমর আলী, শাখা ব্যবস্থাপক কমলেসুর রহমান, সতেœাস কুমার বর্মন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়। তিব্র শীতের মাঝে এক বৃদ্ধা জুলেখা বেগম কম্বল পেয়ে খুব উচ্ছাস প্রকাশ করেন।