আত্রাইয়ে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু , মামলা হয়েছে থানায়

- আপডেট টাইম : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১৯১ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেনীর শিক্ষার্থী। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেছে।
ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে আসামী আফাজ উদ্দীন (৫৬) পলাতক রয়েছে। আফাজ উপজেলার থাঐপাড়া গ্রামের মৃত সখিমউদ্দীনের ছেলে।
শিশুর বাবা বলেন, তার মেয়ে মঙ্গলবার মাদ্রাসা থেকে ফিরে এক বান্ধবীর সাথে বাড়ীর পাশে খেলা করছিল। এসময় আফাজ উদ্দীন দুই শিশুকে খাবার জিনিস কিনে দেয়ার কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে যায়। এর পর শিশুকে ধর্ষণ করতে থাকলে সাথে থাকা বান্ধবী দৌড়ে বাড়ীতে এসে তার মাকে বলে দেয়। খবর পেয়ে দুই শিশুর মা ছুটে আসলে আফাজ উদ্দীন পালিয়ে যায়। কিছু পরে শিশু অসুস্থ্য হয়ে পড়লে মঙ্গলবার বিকেলে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে ধর্ষণের শিকার শিশু নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে আফাজকে আসামী করে আত্রাই থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসএই ফিরোজ হোসেন বলেন, শিশু নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার মেডিক্যাল চেকআপ করা হবে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।