জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদ ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্ত আলোচনা সভা

- আপডেট টাইম : ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ১৫১ ১৫০০০.০ বার পাঠক
জ্বালানি তেলও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ও বিদ্যুতের লোডশেডিং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ রবিবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলা জহুরুল হক হলে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এবং প্রধান আলোচক ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গণসংহহতি আন্দোলনের সমন্বয় জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় সরকারের নানা দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, সরকার দেশের উন্নয়নের নামে লুটপাট করে ব্যাংক খালি করে পরিশেষে রিজার্ভের অর্থে হাত বাড়িয়েছেন, সরকার ইচ্ছে করলে তার আত্মীয়-স্বজনকে প্রকল্পের নামে দেয়া অর্থ দ্বারা আরো পাঁচ বছর দেশ চালাতে পারেন, তিনি তা না করে আজ রিজার্বের টাকা দ্বারা দেশ চালাচ্ছেন এবং বলছেন দুর্ভিক্ষের কথা।
সরকার তার বিরুদ্ধে হয়রানি মূলক ৬৩টি মামলা দিয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে সরকারের এই দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে।
উক্ত আলোচনা সভার সভাপতি জনতার অধিকার পার্টি চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন,আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি জনগণের অধিকার রক্ষার্থে নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই।
তিনি তার দলের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সংরক্ষণ, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান স্থাপন করন, স্বল্প মূল্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, জেলায় জেলায় শিল্প কারখানা স্থাপন ও নতুন উদ্যোক্তা তৈরি করন,সার্বজনীন মানবতা বোধ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করন, জাতীয়তাবাদ ও জাতীয় পতাকার সম্মান সর্ব ঊর্ধ্বে স্থাপন।