নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
- আপডেট টাইম : ১০:২৭:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ২২৯ ৫০০০.০ বার পাঠক
গতি,সেবা,ত্যাগ-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৫ নভেম্ভর ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যােগে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষে নাসিরনগর ফায়ার সার্ভিস ষ্টেশনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।ষ্টেশন মাস্টার হিমাংসু কুমার সিংহের সার্বিক তত্বাবধানে, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও টিম লিডার মোঃ মেতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, আনসার ও বিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন।পরে বিভিন্ন ভাবে অগ্নি নিবারনের উপর মহরা অনুষ্টিত হয়।