শিক্ষকদের কর্মবিরতিতে হুমকির মুখে বশেমুরবিপ্রবির শিক্ষাব্যবস্থা
- আপডেট টাইম : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৪৬ ৫০০০.০ বার পাঠক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি কর্তৃক অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে। যার ফলে সেশন জটে আটকে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় হতাশাগ্রস্ত জানিয়ে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুস সালাম জানান, ‘‘আমরা ইতিমধ্যেই করোনার কারণে পিছিয়ে গিয়ে সেশন জটে আছি। চরম হতাশার মধ্যে আমাদের দিন কাটছে। বারবার একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ায় আমরা পড়াশোনায় ঠিকমতো মন দিতে পারছিনা। দ্রুত এটার সমাধানে আসা উচিত।’’
মঙ্গলবার (৮ নভেম্বর) শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো: আবু সালেহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দেয় শিক্ষক সমিতি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক সমিতি ও শিক্ষকবৃন্দের অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও শিক্ষকদের সাধারণ সভার পরামর্শ মোতাবেক একাডেমিক কাউন্সিল কর্তৃক গঠিত অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করে; রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু অনুমোদন করা হয়েছে। ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির বিভিন্ন শর্তের অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা বিদ্যমান থাকায় এবং অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করায় বশেমুরবিপ্রবির শিক্ষকবৃন্দ জরুরী সাধারন সভায় নীতিমালাটি প্রত্যাখ্যান করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষকবৃন্দ জরুরী সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের ৫৫ একরের স্বল্প আয়তনে আইসিটি পার্ক স্থাপনে তীব্র আপত্তি জানায় এবং নতুন করে জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি করে উক্ত স্থানে আইসিটি পার্ক স্থাপন করার দাবি জানায়।
তবে বিষয়টি নিয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের সাথে বৃহস্পতিবার (১০ নভেম্বর ২০২২) একাডেমিক ভবনের ১১৬নং কক্ষে আলোচনায় বসেন সাথে শিক্ষক সমিতি ও শিক্ষক বৃন্দের।
আলোচনায় উপাচার্য আগামী সপ্তাহের মধ্যে অর্থ কমিটি ও রিজেন্ট বোর্ড সভা সম্পন্ন করে শিক্ষকবৃন্দের যৌক্তিক দাবি সমূহ সমাধান করার আশ্বাস প্রদান করেন। এর প্রেক্ষিতে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষকদের চলমান কর্মসূচী অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতির সম্মুখীন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বলেন, “আমরা যা দাবী সেটা লিখিত জানিয়ে দিয়েছি আর ভিসি স্যার সেটা নিয়ে কাজ করছে।”
এ বিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘শিক্ষকেরা কোনো নিয়মনীতি মানতে চাচ্ছে না। এখন আমি কি করবো? বিশ্ববিদ্যালয়ে মোট ৩৫০ জনের মতো শিক্ষক এর মধ্যে ১০০ জন বাইরে আছে। এখন আমার শিক্ষক লাগবে কিন্তু আমি কিছুই করতে পারছিনা। আর এদিকে যেখানে ডিসি,এমপিসহ স্বয়ং প্রধানমন্ত্রী চাচ্ছেন হাইটেক পার্কটা হোক সেখানে শিক্ষকদের মধ্যে একটি মহল এই কাজে বাধা দিচ্ছে। তারপরেও আমি আবার তাদের সাথে বসবো এবং রিজেন্ট বোর্ডে বিষয়টি আবার তুলবো।’’