বাঘায় শেখ কামাল স্মৃতি প্রাইজমনি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন, বিজয়ী দল পানিকামড়া সবুজ ফুটবল একাদশ

- আপডেট টাইম : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ২৭১ ১৫০০০.০ বার পাঠক
রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শেখ কামাল স্মৃতি প্রাইজমনি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করা হয়েছে। এই খেলাটি উদ্ধোধন করেন বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) সাজ্জাদ হোসেন। উক্ত খেলায় চারঘাটের উমর গাড়ী ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে পানিকামড়া সবুজ ফুটবল একাদশ।
বাঘা স্পোর্টস একাডেমীর আয়োজনে উদ্ধোধনী খেলায় বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও বাঘা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর রহমান পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, ওসি (তদন্ত) আব্দুল করিম, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম নয়ন সরকার,বাঘা প্রতিবন্দ্বী সেবা ও সাহায্য কেন্দ্রর অফিসার মুনসুর রহমান,বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঘা দলিল লেখক সমতির সভাপতি আব্দুল লতিফ, প্রভাষক আবু হানিফ মিঞা, বিকে কুমার রায় ও ছাত্রলীগের জাহিদ হাসান প্রমুখ।##